Breaking News

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য এবেকার

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্য জুড়ে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখালো অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস এ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা কমিটি। এদিন বর্ধমান জেলাশাসকের অফিসের সামনে আইন অমান্য আন্দোলনে রীতিমত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হল আন্দোলনকারীদের। সংগঠনের সম্পাদক সুব্রত বিশ্বাস জানিয়েছেন, গত ৪ জুলাই বিদ্যুত মাশুল বাড়ানো হল না বলে ২০১৭-২০১৮ বর্ষের মাশুল ঘোষণা করেছে বিদ্যুত বিভাগ। কিন্তু সেখানে এমভিসিএ নামে অন্যায়ভাবে ইউনিট প্রতি ২৩ পয়সা আদায় করার অনুমতি দেওয়া হয়েছে বিদ্যুত বণ্টন কোম্পানীকে। সুব্রতবাবু এদিন জানিয়েছেন, ২০১৬ থেকে ২০১৭-২০১৮ আর্থিক বছরে কয়লার দাম ৪০ শতাংশ কমেছে। কয়লার ওপর জিএসটি কমেছে ৭ শতাংশ। রাজ্য বিদ্যুত বণ্টন কোম্পানীর বাণিজ্যিক ও কারিগরী ক্ষতি কমেছে ২ শতাংশ। সাকুল্যে কোম্পানীর সাশ্রয় হয়েছে ৬৩৭৮.০৬ কোটি টাকা। কোম্পানীর আইন সঙ্গত ১৬.৫ শতাংশ লাভ না কমিয়েও তাই বিদ্যুতের মাশুল ৫০ শতাংশ কমানো সম্ভব ছিল। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সুনির্দিষ্ট কোনো তথ্যছাড়াই বিদ্যুত বণ্টন কোম্পানীর ক্ষতির গল্প ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছেন। বিদ্যুত নিয়ন্ত্রণ কমিশন বিদ্যুত আইন ২০০৩কে মান্যতা না দিয়ে ২০১৭-২০১৮ বর্ষের মাশুল ঘোষণা করেছে। এমনকি পিডিসিএলও ২০১৭-২০১৮ বছরে তাদের মাশুল ঘোষণা না করে কিভাবে বিদ্যুত নিয়ন্ত্রণ কমিশন বণ্টন কোম্পানীর মাশুল ঘোষণা করলেন তা রীতিমত বিস্ময়ের সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন, অবিলম্বে ঘোষিত ওই মাশুল বাতিল করে বিদ্যুতের মাশুল ৫০শতাংশ কমিয়ে নতুন মাশুল ঘোষণার দাবী করছে এবেকা।

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *