Breaking News

চালু হলো এলআইসি-র নতুন প্ল্যান ‘জীবন উৎসব’, সাংবাদিক বৈঠকে আকর্ষণীয় দিকগুলি তুলে ধরলেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার এলআইসি-র (LIC) নতুন প্ল্যান ‘জীবন উৎসব’-এর (Jeevan Utsav) সূচনা করলেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন সিদ্ধার্থ মোহান্তি। আর এদিন থেকেই নতুন এই প্ল্যান বিক্রি শুরু হয়ে গেলো। নতুন এই পলিসির সূচনা উপলক্ষ্যে এলআইসি-র বর্ধমান ডিভশন অফিসে সাংবাদিক বৈঠক করলেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রীতাঞ্জলি প্যাটেল। উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার তাপসকুমার শীল, ম্যানেজার সেলস সুবীরকুমার মণ্ডল, প্রডাক্ট ম্যানেজার সুজয় সরকার এবং অফিসিয়াল অসিম দত্ত। ডিভশন অফিসে আয়োজিত সাংবাদিক বৈঠকে রীতাঞ্জলি প্যাটেল জানিয়েছেন, বেশ কিছু নতুন সুবিধা নিয়ে এই বিমা প্ল্যান চালু করল এলআইসি। তিনি জানিয়েছেন, স্বল্প মেয়াদী প্রিমিয়াম প্রদানের সুবিধাযুক্ত এই পলিসিতে ১৮ বছর বয়স থেকে ১০০ বছর বয়স পর্যন্ত নিশ্চিত আয়ের সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। একই সাথে আজীবন গ্যারান্টিড জীবন বিমার সুবিধা পাবেন। ৯০ দিন বয়স থেকে শুরু করে ৬৫ বছর বয়সের মানুষের জন্য ব্যতিক্রমী এই প্ল্যানে গ্রাহকেরা রেগুলার ইনকাম বেনিফিট অথবা ফ্লেক্সি ইনকাম বেনিফিটের মধ্যে যেকোনও একটি পছন্দ করতে পারবেন। বর্ধমান ডিভশন অফিস সূত্রে জানাগেছে, ‘জীবন উৎসব’ প্ল্যান শুরুর দিনই এই ডিভিশনে প্রায় ১২ হাজার গ্রাহক এই বিমাটি করিয়েছেন।


প্রেস রিলিজ অনুযায়ী দেখে নেওয়া যাক কী আছে এই প্ল্যানে –
* দীর্ঘ প্রতীক্ষিত স্বল্প মেয়াদী প্রিমিয়াম প্রদানের সুবিধাযুক্ত এই পলিসি (৫ থেকে ১৬ বছর)
* আজীবন নিশ্চিত আয়- মাত্র ১৮ বছর বয়স থেকে ১০০ বছর পর্যন্ত
* একই সাথে আজীবন গ্যারান্টিড জীবন বিমার সুবিধা
* ২ বছর থেকে ৫ বছরের Premium Holiday
* প্রতি হাজার টাকা বিমা রাশি তে ৪০ টাকা গ্যারান্টিড আয় প্রিমিয়াম প্রদানের মেয়াদ পর্যন্ত
* আয়ের টাকা বিলম্বে নেওয়ার বিকল্প সুবিধা সেক্ষেত্রে আয়ের উপর আকর্ষণীয় ৫.৫% হারে বাৎসরিক চক্রবৃদ্ধি সুদ প্রাপ্তি
* প্রয়োজন অনুযায়ী বিলম্বিত আয় তুলে নেওয়ার সুবিধা
* প্রথম আয় প্রাপ্তির ৬ মাস আগে পর্যন্ত অপশন বদলের সুবিধা
* প্রয়োজন হলে লোন এর মাধ্যমে টাকা তোলার অতিরিক্ত সুযোগ
* মাত্র ৯০ দিন থেকে ৬৫ বছরের মানুষের জন্য অনন্য পলিসি
* একাধিক রাইডার এর সুবিধা প্রাপ্ত
* উচ্চ বিমা রাশি জন্যে প্রিমিয়ামে আকর্ষণীয় ছাড়

 


About admin

Check Also

MLA's mother-in-law and panchayat pradhan's names are on the list of people getting houses under the Bangla Awas Yojana

বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *