বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দীর্ঘ কয়েকবছর পর বর্ধমান টাউনহলের মুক্তমঞ্চকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মাঘ উৎসবের মধ্য দিয়ে। মঙ্গলবার টাউন হলে নবম বর্ষ মাঘ উৎসবের সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন, মাঘ উৎসবের সভাপতি তথা বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। তিনি এদিন জানিয়েছেন, গত ৮ বছর ধরেই টাউন হল চত্বরের টেনিস মাঠে মাঘ উৎসব অনুষ্ঠিত হলেও এবারে মাঘ উৎসবের কলেবর বৃদ্ধি পাওয়ায় টাউনহলের অপরপ্রান্তে থাকা মুক্তমঞ্চকে ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে পর্যন্ত টাউনহলকে আবৃত্ত করেই বিভিন্ন মেলা অনুষ্ঠিত হত। পরে পুরসভা তা বন্ধ করে দেয়। চেয়ারম্যান জানিয়েছেন, আগামী ২ মাসের মধ্যে বর্ধমানের এই ঐতিহাসিক টাউন হলের সংস্কার শুরু হতে চলেছে। প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা এজন্য ব্যয় করা হচ্ছে। এই সংস্কারের জন্য প্রায় ১ বছর টাউন হল বন্ধ থাকবে। কিন্তু বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে এই টাউন হল থাকায় কার্যত প্রতিদিনই টাউন হলকে ব্যবহার করা হয়। আর তাই এবার মুক্তমঞ্চ এবং তার সামনে থাকা একদা সবুজ ঘাসের (বর্তমানে শুকনো মাঠে পরিণত হওয়া) মাঠকেও সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হচ্ছে। পরেশবাবু জানিয়েছেন, গতবার এই মাঘ উৎসবে প্রায় ১২০ জন স্থানীয় শিল্পীকে তাঁরা সুযোগ দিয়েছিলেন। এবারে তা বেড়ে হচ্ছে প্রায় ১৭০ জন। এছাড়াও মাঘ উৎসবের দিনও এবার বেড়ে হয়েছে ৯দিন। ২১ থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত চলবে নবম মাঘ উৎসব। এবারের বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা। উৎসবের উদ্বোধন করবেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ। প্রতিদিনই থাকছে কলকাতার শিল্পীদের অনুষ্ঠান। পরেশবাবু জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের প্রসারে উদ্যোগী হয়েছেন। সেই সূত্র ধরেই তাঁরাও লোকশিল্পীদের তুলে ধরতে ‘শিকড়ের টানে মাটির গানে’ শিরনামে এই মাঘ উৎসবের আয়োজন করে চলেছেন।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …