Breaking News

মাদ্রাসার ফলাফলে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় আউশগ্রামের মহম্মদ হাশমত আলী শা

Mahammad Hashmat Ali Shah has secured second place in the state in Madrasah results

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাদ্রাসা পরীক্ষার ফলাফল। এবছর মাদ্রাসার ফলাফলে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে আউশগ্রামের মহম্মদ হাসমত আলী শা। সে বাঁকুড়ার সম্মিলনী হাই মাদ্রাসার ছাত্র। রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় মহম্মদ হাসমত আলী শা-এর প্রাপ্ত নম্বর ৭৫৭। মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির জেলা সম্পাদক ও পারাজ হাই মাদ্রাসার শিক্ষক মহম্মদ আলী হোসেন মিদ্দা জানিয়েছেন, এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট ১৮০০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। উল্লেখ্য, এই জেলায় ৩১টি হাই মাদ্রাসা ও ৩টি সিনিয়র মাদ্রাসা রয়েছে। মোট ৭ টি সেন্টারে ১৮০০ পরীক্ষার্থীর মধ্যে ১১২৫ ছাত্রী এবং ৬৭৫ জন ছাত্র। এবছর ১১২৫ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৯৩৫ জন এবং ছাত্র পাশ করেছে ৫৮০ জন। জেলায় এবার সেরাদের মধ্যে রয়েছে কাটোয়া মহকুমার পাঁচপাড়া হাই মাদ্রাসার ছাত্র রহেল সেখ । তার প্রাপ্ত নম্বর ৭৪৫। কেতুগ্রামের আগরডাঙ্গা হাই মাদ্রাসার ছাত্রী অর্পিতা সাহার প্রাপ্ত নাম্বার ৭৩৯। কেতুগ্রামের আগরডাঙ্গা হাই মাদ্রাসার ছাত্রী সাথী মোদকের প্রাপ্ত নাম্বার ৭৩০। একই নাম্বার পেয়েছে ওই স্কুলের ছাত্রী পিউপিয়া সাহা। আউশগ্রামের পুবার আঞ্চলিক হাই মাদ্রাসার ছাত্র মুন্সী ইসলামের প্রাপ্ত নাম্বার ৭০৬।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *