বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মহিন্দ্রা কোম্পানী বাজারে নিয়ে এল নতুন ফ্যামিলি কার মাহিন্দ্রা মারাজ্জো। বুধবার বর্ধমানের মেটালে ডিভিসি এলাকার শোরুম থেকে এই জেলায় মারাজ্জো বিক্রির সূচনা করলেন সালুজা অটো রিটেলস প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান কুলদীপ সিং সালুজা। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মাহিন্দর সিং সালুজা জানিয়েছেন, নতুন এই গাড়ি সবরকমের কাজেই ব্যবহৃত হবে। ৭ আসন বিশিষ্ট নতুন এই মারাজ্জো গাড়িতে রয়েছে আধুনিক একাধিক প্রযুক্তি। গাড়ির আরোহীদের প্রত্যেকেরই আলাদা করে এয়ারকণ্ডিশন সুবিধা থাকছে এই গাড়িতে। অনেক সময়ই যাত্রীদের একইসঙ্গে এয়ারকণ্ডিশন সুবিধা গ্রহণ করার মত পরিস্থিতি থাকেনা। কিন্তু সেন্ট্রাল এসি থাকায় যাদের অসুবিধা হয় তাঁরাও বাধ্য হন এটা মেনে নিতে। কিন্তু মাহিন্দ্রার এই মারাজ্জো গাড়িতে সেই সুবিধাই লাগানো হয়েছে যেখানে ইচ্ছামত যাত্রীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে আধুনিক প্রযুক্তি লাগানো স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। মহিন্দর সিং সালুজা জানিয়েছেন, প্রায় ১২ লক্ষ টাকা খরচ পড়ছে এই গাড়ির। ৯ লক্ষ ৯৯ হাজার টাকা গাড়ির দাম হলেও বাকি রেজিষ্টেশন সহ আনুষঙ্গিক খাতে লাগছে। ৭ আসনের গাড়ি হলেও কোম্পানীর দাবী ৮জন অনায়াসেই বসতে পারবেন এই গাড়িতে।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Mahindra Mahindra Marazzo Marazzo Purba Bardhaman খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …