আউশগ্রাম ও গলসী (পূর্ব বর্ধমান) :- কেষ্ট অ্যারেস্ট হলে কেন? গর্দার অ্যারেস্ট হবে না। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মালের সমর্থনে বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ওতো (শুভেন্দু) খুনি। এটা আমার ইলেকশন নয়, দিল্লীর ইলেকশন। বিজেপির বাংলায় দুটো চোখ। কংগ্রেস ও সিপিএম। রেড করেই বলছে হয় বিজেপিকে ভোট দাও, নয় জেলে যাও। তিনি বলেন, তৃণমূলকে চোর বলার আগে মহারাষ্ট্র, উত্তর প্রদেশের রিপোর্ট কার্ড বের করো। ৪৩ হাজার বাংলার বাড়ি করে দিয়েছি। একশ দিনের কাজের টাকা কেন্দ্র দেয় নি। আমরা দিয়েছি। আমরা নতুন প্রকল্প তৈরি করেছি। তার নাম কর্মশ্রী। ৫০ দিনের কাজ পাবেন জব কার্ড হোল্ডাররা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১১ লক্ষ বাড়ির টাকা আমরা ৬ মাসের মধ্যে দেবো। মোদীর নাম না করে আউশগ্রামের সভায় তাঁকে প্রচারবাবু বলে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন সকাল, দুপুর রাতে সব সময়েই প্রচারবাবুর মুখ। রেশন আমরা দিই বাংলায় প্রায় ১১ কোটি লোককে। ওদের মত দিতে গেলে মাত্র ২০ থেকে ৩০ লক্ষ লোককে দিতে পারি। একটা ব্যাগে যদি কেউ পাঁচ কেজি চাল দিয়ে ছবি, লোগো লাগিয়ে দেয়। ৯ হাজার কোটি টাকা রাজ্যকে দিতে হয়। ৩০ হাজার কোটি দিয়েছি রেশনের জন্য। একশ দিনের কাজের টাকা আমরা দিলাম। ৪৩ লক্ষ লোকের বাড়ি করে দিয়েছি। প্রচার বাবু বিজ্ঞাপনে বলছেন আমরা বিনা পয়সায় রেশন দিই। নয় হাজার কোটি টাকা রাজ্যকে দিতে হয়। কেন্দ্রকে দিতে হয় সাত হাজার কোটি। কুড়ি হাজার কোটি আমরা দিয়েছি রেশনে। বাড়ি তৈরির টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আগেরবার লোকসভা নির্বাচনে ৩০৩ হয়েছিল ৫৪৩ মধ্যে বিজেপির আসন। এবার পাবে না। উত্তর প্রদেশে সিট কমবে, বিহারে, মধ্যপ্রদেশে সিট কমবে।
কেরলে, কর্ণাটক, তেলেঙ্গানায় সিট কম পাবে, সিট কমে যাবে। ভাঁওতা দিয়ে মিথ্যা কথা বলে প্রচার করছে। ইলেকশনের আগে লোক পায় না, ভাড়াটিয়া লোক নিয়ে আসে মিছিলে। প্রচারবাবুরা মিথ্যা বলবেন তাই আপনাদের খেতে হবে। মধ্যে প্রদেশে, রাজস্থান, উত্তর প্রদেশে মাছের দোকান বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, চাকরি দেবার ক্ষমতা নাই। আর চাকরি কেড়ে নিচ্ছে। ভাত দেওয়ার ক্ষমতা নেই আর কিল মারার গোঁসাই। আবার এক মাসের সুদ সহ টাকা ফেরত দিতে হবে। বিজেপি ফেরত দিতে পারবে। বাংলার চাকরি হবে না, স্কুল বন্ধ হয়ে যাবে। তিনি প্রশ্ন তোলেন, বিজেপির বিচার হয়? তুমি পরামর্শ দিতে পারতে। তা না করে ২৬ লক্ষ ছেলের চাকরি কেড়ে নিয়েছে। সারাদেশের কাছে আবেদন বিজেপিকে ভোট দেবেন না। বিজেপি একটা জুমলা পার্টি, চোর ডাকাতের পার্টি। চাকরি খাওয়ার সরকার আর নেই দরকার। মমতা বলেন, তিন মাস পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো বলেছে ওরা। কে রে তুই। আগামীদিনেও টাকা বাড়বে। যতদিন বেঁচে থাকবে ততদিন লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে। আর ৬০ বছর বয়স নয়, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে।
অন্যদিকে মমতা, রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, মে মাসে ৪ শতাংশ ডিএ বাড়বে। কোনও শিক্ষক একটা ভোটও দেবেন না বিজেপিকে। পাশাপাশি মমতা বলেন, এরা হাইকোর্ট, সিবিআই, বিএসএফ,এনআইএ কিনে নিয়েছে। দূরদর্শনের রং গেরুয়া করা হয়েছে। সাধুরা গেরুয়া রং পড়বে। বিজেপি তো ভোগী। ওরা কেন এই রং পড়বে। বিজেপি জিতলে আর দেশে কোনো নির্বাচন হবে না। একই সঙ্গে তিনি তাপপ্রবাহ নিয়ে বলেন, প্রচণ্ড গরম, বিদ্যুতের চাহিদা বাড়ছে। আমি এসি ব্যবহার করি না। দেওচা পাচামি করছি। একশ বছর যাতে বিদ্যুৎ পায়। ডানকুনি থেকে পানাগড়, রঘুনাথপুর (পুরুলিয়া) ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করা হচ্ছে।
Tags AITC All India Trinamool Congress Ashim Kumar Sarkar Ashim Sarkar Bardhaman Durgapur PC Bardhaman Purba Lok Sabha Constituency Bardhaman Purba Parliamentary Constituency Bardhaman-Durgapur Bardhaman-Durgapur constituency Bardhaman-Durgapur Lok Sabha constituency Bardhaman-Durgapur Parliamentary Constituency Bharatiya Janata Party Bishnupur Lok Sabha Constituency Bishnupur Parliamentary Constituency Bishnupur PC BJP Bolpur Lok Sabha Constituency Bolpur Parliamentary Constituency Bolpur PC Burdwan Durgapur PC Burdwan Purba Lok Sabha Constituency Burdwan Purba Parliamentary Constituency Burdwan Purba PC Burdwan-Durgapur Burdwan-Durgapur Constituency Burdwan-Durgapur Parliamentary Constituency Burdwan–Durgapur Lok Sabha Constituency Dilip Ghosh Dr. Sharmila Sarkar General Election Kirti Azad Kirti Bhagwat Kirti Bhagwat Jha Azad Kirti Jha Kirti Jha Azad Kirtivardhan Bhagwat Jha Azad Lok Sabha Election mamata banerjee Saumitra Khan Sharmila Sarkar Sujata Khan Sujata Mondal Sujata Mondal Khan tmc Trinamool Congress
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …