বর্ধমান (পূর্ব বর্ধমান) :- খোদ মুখ্যমন্ত্রীর হাত ধরেই নয়নয় করে দুবার উদ্বোধন হয়েছে। কিন্তু উদ্বোধন হলেও চালু হয়নি। নিন্দুকেরা বলছেন, প্রশাসন নিজেদের কাজ দেখাতেই মুখ্যমন্ত্রীকে দিয়ে একটি প্রকল্পই দুবার উদ্বোধন করিয়েছেন। কিন্তু প্রকল্পটি যে জনগণের সে ব্যাপারে তাঁরা ততটা আগ্রহী ছিলেন না। নাহলে একটি পার্কিংজোন করতে ৫ বছর লাগার কথা ছিল না। উল্লেখ্য, দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আগামী ২৫ অক্টোবর চালু হতে চলেছে বর্ধমান শহরের কার্জন গেটের উল্টোদিকের ম্যান্ডেলা পার্কের পার্কিং। এদিন সমগ্র পার্কিং এলাকা ঘুরে দেখলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। উল্লেখ্য, বর্ধমান শহরের বিশেষত, বিসিরোডে রাস্তার দুদিকেই গাড়ি পার্কিং করে রাখায় যানজট নিয়ে জেরবার সাধারণ মানুষ। বিসিরোডে কোনো পার্কিং জোন না থাকায় সমস্যা বেড়েই চলছিল। আর তাই কার্জন গেটের উল্টোদিকে ম্যাণ্ডেলা পার্কের জায়গায় এই পার্কিংজোন তৈরীর প্রকল্প হাতে নেয় বর্ধমান উন্নয়ন সংস্থা। ইতিমধ্যে বারকতক এই ম্যাণ্ডেলা পার্কের পার্কিংজোনের উদ্বোধনও করা হয়। সম্প্রতি বর্ধমানে প্রশাসনিক সভা করতে এসে মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের উদ্বোধন হয় এই পার্কিং জোনের। কিন্তু বাস্তবে তা চালু হয়নি। অবশেষে আগামী ২৫ অক্টোবর এই ভূগর্ভস্থ পার্কিং জোন চালু হতে চলেছে বলে জানিয়েছেন রবিরঞ্জনবাবু। এদিন তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার খোকন দাস। এদিন রবিরঞ্জনবাবু জানিয়েছেন, এই পার্কিং এলাকা তৈরী করতে প্রায় ৬ কোটি ২২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এছাড়াও তিনি এই পার্কিং এলাকার সৌন্দর্য্যায়নের জন্য বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছেন। ভূগর্ভস্থ এই পার্কিংজোনে রাখা যাবে প্রায় ১০১টি দুচাকার যান। ভূগর্ভস্থ এই পার্কিংজোনের ওপরে থাকছে ফোয়ারা, ক্যাফেটেরিয়াও। পার্কিং-এর দেওয়ালে ম্যুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা চিত্র।
Tags mandela park mandela park parking mandela parking
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …