Breaking News

নিরুপম সেন স্মারক বক্তৃতায় বিজেপিকে অল আউট পরাস্ত করার ডাক দিলেন মানিক সরকার

manik sarkar called to defeat bjp all out

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে নিরুপম সেন স্মারক বক্তৃতা দিতে এসে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে অল আউট পরাস্ত করার পক্ষে জোড়ালো সওয়াল করে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন এই স্মারক বক্তৃতার আলোচ্য বিষয় ছিল ”আসন্ন লোকসভা নির্বাচনে বামপন্থীদের দায়িত্ব ও কর্তব্য”। এদিন সংস্কৃতি লোকমঞ্চে সিপিআই(এম)-এর দুই কেন্দ্রীয় কমিটির সদস্য আভাষ রায় চৌধুরি ও অঞ্জু কর, রাজ্য কমিটির দুই সদস্য অমল হালদার, অচিন্ত্য মণ্ডল, জেলা সম্পাদক সৈয়দ হোসেন-সহ জেলা কমিটির নেতৃত্বরা হাজির ছিলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপির আগ্রাসন নীতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। গোটা দেশের বিজেপির নীতি সম্পর্কে সচেতন থাকা এবং সর্বাত্মক প্রতিবাদ ও গণচেতনা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি এদিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেই বিজেপি সরকার সাধারণ জনগণের অধিকারকে ধ্বংস করে দিয়েছে। বিরোধীদের কণ্ঠরোধ করার সবরকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। manik sarkar called to defeat bjp all out ত্রিপুরার অভিজ্ঞতা বলতে গিয়ে মানিকবাবু বলেন, দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য সংকটের সৃষ্টি করেছে বিজেপি সরকার। এই প্রসঙ্গে বলতে গিয়ে অ-বিজেপি রাজনৈতিক দলগুলির মুখ ও মুখোশ সম্পর্কে সচেতন হওয়ার কথা বলেন তিনি। তিনি বলেন, অ-বিজেপি জোট গড়া হলেও ভেতরে ভেতরে বিজেপিকেই সমর্থন করার ঘটনা ঘটেছে। এথেকে সাবধান হতে হবে। ত্রিপুরার মতই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে তিনি জানিয়েছেন। এদিন এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানের প্রারম্ভে জেলা সম্পাদক সৈয়দ হোসেন জানিয়েছেন, গত বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট কমেছে এই জেলায়। বিজেপিকে হঠাতে প্রতিটি বুথকে আরও শক্তিশালী করতে হবে। আগামী ৭ জানুয়ারি ব্রিগেডের সভায় বর্ধমান থেকে ৫০ হাজার সমর্থক কলকাতায় যাবেন। এরই পাশাপাশি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতি পরিবারে গিয়ে তাঁদের কথা জানাবেন এবং একইসঙ্গে চলবে অর্থ সংগ্রহ অভিযান। ৩১ জানুয়ারীর মধ্যে প্রতিটি গ্রামে গ্রামে পদযাত্রার কাজ সম্পন্ন করতে হবে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *