মেমারী (পূর্ব বর্ধমান) :- গ্রামবাসীদের মারধর করার ঘটনায় এখনও দোষীদের গ্রেপ্তার করা হয়নি। তারই প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবীতে মঙ্গলবার বর্ধমানের মেমারী–দেবীপুর জিটিরোড অবরোধ করল শোভনা গ্রামের বাসিন্দারা। এদিন শোভনা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই গ্রামের নিজস্ব ষোলোআনা সম্পত্তিকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছিল আলতাফ মণ্ডলকে। কিন্তু সম্প্রতি গ্রামবাসীরা জানতে পারেন, ওই ব্যক্তি গ্রাম ষোলআনা সম্পত্তি নিজস্ব ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এব্যাপারে গ্রামবাসীরা প্রতিবাদ জানায়। বেশ কিছুদিন ধরেই এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি অশান্তি চলছে। এদিকে, গত ১৬জুন আচমকাই গ্রামবাসীদের মুখ বন্ধ করা ও শায়েস্তা করার জন্য ওই ব্যক্তি ভাড়া করে লোক নিয়ে আসে। গ্রামের ৩জনকে বেধড়ক মারধর করেন তাঁরা। এদিকে,এই ঘটনায় মেমারী থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ আলতাফ মণ্ডলকে গ্রেপ্তার করে। কিন্তু বাকিদের এখনও গ্রেপ্তার না করায় মঙ্গলবার সকালে মেমারী দেবীপুর রোড অবরোধ করেন গ্রামবাসীরা। পরে মেমারী থানার পুলিশ গিয়ে বাকিদেরও ধরার ব্যাপারে আশ্বাস দেওয়ায় প্রায় ৩ ঘণ্টা পর অবরোধ ওঠে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …