Breaking News

বিজেপিতে যোগ দিলেন গুসকরা পুরসভার প্রাক্তন পুরপতি চঞ্চল গড়াই

Membership Campaign - Former Chairman of the Guskara Municipality & others today joined the BJP. MP Surendrajeet Singh Ahluwalia was present

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার বর্ধমানের কার্জনগেট চত্বরে সদস্য সংগ্রহ অভিযানে প্রায় দুহাজার জন বিজেপিতে যোগদান করলেন। এর মধ্যে যোগ দিলেন গুসকরা পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা বিদায়ী কাউন্সিলর তথা প্রাক্তন পুরপতি চঞ্চল গড়াইবর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা সঙ্গীতা সান্যাল, সাহিত্যিক-সাংবাদিক ঋষিগোপাল মণ্ডল-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা এদিন যোগদান করেন। Membership Campaign - Former Chairman of the Guskara Municipality & others today joined the BJP. MP Surendrajeet Singh Ahluwalia was present এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর চঞ্চল গড়াই জানিয়েছেনদীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করলেও যোগ্য সম্মান না পাওয়ার কারণেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। উল্লেখ্যএর আগেই চঞ্চলবাবুর মেয়ে দেবযানী গড়াই বিজেপিতে যোগ দিয়েছেন এবং তিনি বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রীও। বেশ কিছুদিন ধরেই চঞ্চলবাবুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে চাপান উতোর চলছিলই। গুসকরাতেই বিজেপির একটি পক্ষ তা নিয়ে বিক্ষোভও দেখান। Membership Campaign - Former Chairman of the Guskara Municipality & others today joined the BJP. MP Surendrajeet Singh Ahluwalia was present কিন্তু অবশেষে শনিবার তিনি বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ সুরেন্দ্রজিত সিং অহলুবালিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। এদিন সুরেন্দ্রজিত সিং অহলুবালিয়া জানিয়েছেনযাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা নিজেদের কর্মদক্ষতার ওপর দলের কাছে সম্মান পাবেন। v এদিনের এই কর্মসূচিতে ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াবিজেপি নেতা রীতেশ তেওয়ারি সহ বর্ধমান জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী প্রমুখরা। সন্দীপ নন্দী জানিয়েছেনএদিন জেলার প্রতিটি বুথেই শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবস পালন করা হয়েছে। তিনি জানিয়েছেনবিজেপির এই সদস্যপদ গ্রহণ অভিযান চলবে আগামী ১১ আগষ্ট পর্যন্ত।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *