Breaking News

মেমারীতে প্রাক্তন বিধায়ক সিপিআই(এম) নেত্রী মহারানি কোঙারের স্মরণসভা

Memorial meeting of former MLA CPI(M) leader Maharani Konar in Memari

মেমারী (পূর্ব বর্ধমান) :- মেমারীর নতুন বাসস্ট্যান্ডে আয়োজিত হলো প্রয়াত সিপিআই(এম) নেত্রী মহারানি কোঙারের স্মরণসভা। এদিনের স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। উপস্থিত ছিলেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, অঞ্জু কর, সৈয়দ হোসেন, অচিন্ত্য মল্লিক, অরিন্দম কোনার, সুকান্ত কোনার, অভিজিৎ কোনার, আভাষ ভট্টাচার্য, অপূর্ব চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতা কর্মীরা। তিনবারের প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ নেত্রী প্রয়াত মহারানি কোঙারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর মাধ্যমে স্মরণসভার কাজ শুরু হয়। মহম্মদ সেলিম ছাড়াও বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার। স্মরণ-সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সম্পাদক সৈয়দ হোসেন। Memorial meeting of former MLA CPI(M) leader Maharani Konar in Memari
এদিন সভা শুরুর আগে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির তহবিলে ১ লক্ষ টাকা, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তহবিলে ১ লক্ষ টাকা, জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ তহবিলে ১ লক্ষ টাকা, গণশক্তি তহবিলে ১ লক্ষ টাকা, দেশহিতৈষী তহবিলে ৫০ হাজার টাকা এবং মার্কসবাদী পথ তহবিলে ৫০ হাজার টাকার চেক হরেকৃষ্ণ কোঙার ও বিনয় কোঙারের পরিবারের পক্ষ থেকে অরিন্দম কোঙার পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হাতে তুলে দেন। এর পাশাপাশি এদিন তিনি প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদারের হাতে হরেকৃষ্ণ কোঙার স্মৃতি ট্রাস্টের তহবিলের জন্য ১ লক্ষ টাকার চেক তুলে দেন। এছাড়াও গত ১৫ জানুয়ারি কোঙার পরিবারের পক্ষ থেকে সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটিকে ১ লক্ষ টাকা, মেমারী ১ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি এবং মেমারী ২ এরিয়া কমিটিকে ৫০ লক্ষ টাকা করে দান করা হয়েছে। দলীয় সূত্রে জানাগেছে, পারিবারিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করে এই অর্থ হরেকৃষ্ণ কোঙার ও বিনয় কোঙারের পরিবার দান করলেন। Memorial meeting of former MLA CPI(M) leader Maharani Konar in Memari

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *