Breaking News

তৃণমূলের সভায় আসার পথে দুর্ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের বাড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাস

Minister Arup Biswas went to the house of the deceased on his way to the Trinamool meeting

মেমারী (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার মেমারী থানার গন্তার ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর সভায় আসার পথে পথ দুর্ঘটনায় আহত তৃণমূল কর্মী স্বপন বিশ্বাসের (৩৫) মৃত্যু হল। মৃতের দাদা সাধন বিশ্বাস জানিয়েছেন, মেমারীর চাঁচাই ২নং পঞ্চায়েতের পাল্লা ক্যাম্পের বাসিন্দা স্বপনবাবু বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ছিনুই এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যে নাগাদ তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার রায়নার মাধবডিহির আলমপুরে নির্বাচনী প্রচার সভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পেয়েই সভায় উপস্থিত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে ওই তৃণমূল কর্মীর বাড়িতে যাবার নির্দেশ দেন। এই নির্দেশ পেয়েই এদিন অরূপ বিশ্বাস মৃতের বাড়িতে যান। অরূপবাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শোনা মাত্র বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে এসেছিলাম। পরিজনদের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি, আমরা পরিবারের পাশে আছি। তিনি জানিয়েছেন, এই ঘটনায় আরও একজন আহত হয়ে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বিষয়েও খবর নেওয়া হয়েছে। সেখানেও জখমকে দেখতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্বরা।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *