Breaking News

বর্ধমান মেডিকেল কলেজের ক্যানসার হাসপাতালের ইনডোর পরিষেবা চালুতে গড়িমসি নিয়ে ক্ষোভ প্রকাশ মন্ত্রীর

Minister expresses anger over delay in opening indoor services of Tertiary Care Cancer Center of Burdwan Medical College

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিকেল কলেজের টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার গড়ে উঠেছে। বছর খানেক আগে বহির্বিভাগ চালু হয়ে গেলেও ভবন তৈরি হয়নি বলে ইনডোর বা অন্তর্বিভাগ চালু হয়নি। শনিবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ক্যানসার হাসপাতাল (টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার) তৈরিতে গড়িমসি নিয়ে পূর্ত দফতর (সোশ্যাল)-এর উপর ক্ষোভ প্রকাশ করলেন স্বপনবাবু। প্রায় এক বছর পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠক হল শনিবার। এ দিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন থেকে রোগী-কল্যাণ সম্পর্কিত নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ দিনের বৈঠকে ঠিক হয়, রাধারাণী ভবনে নয়, বার্ন ইউনিট তৈরি হবে জরুরি বিভাগের সামনে নতুন ভবনে। সে জন্যে ৭ তলা ভবনের উপর নতুন আরও একটি তলা বানানোর জন্যে স্বাস্থ্য ভবনের অনুমোদন চাওয়া হবে। একই সঙ্গে জরুরি বিভাগের সামনে অবাধ যাতায়াত আটকাতে নতুন রাস্তা তৈরির প্রস্তাবও নেওয়া হয়েছে। বৈঠকে এই টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার নিয়ে প্রশ্ন তোলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। পূর্ত দফতরের তরফে জানানো হয়, প্রযুক্তিগত কারণে স্বাস্থ্য দফতর থেকে পাঠানো বকেয়া ৯ কোটি ৯২ লক্ষ টাকা আটকে ছিল। সেই টাকার সমস্যা মিটে গিয়েছে। স্বপনবাবু জানিয়েছেন, এই ভবন তৈরির কাজ তিন মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। পূর্ত দফতরের দাবি, সব মিলিয়ে ভবন সম্পূর্ণ করতে ছ’মাস সময় লাগবে। জানা গেছে, বার্ন ইউনিটের জন্যে মেডিকেলে ১ কোটি ৭০ লক্ষ টাকা পড়ে রয়েছে। প্রথমে ‘নিউ বিল্ডিং’য়ে ওই ইউনিট গড়ার কথা ছিল। পরে ঠিক হয়, রাধারাণী ভবন সংস্কার করে সেখানেই গড়ে উঠবে বার্ন ইউনিট। কিন্তু স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, রাধারাণী ভবন সংস্কারের অনুমোদন পেতে দেরি হবে। নতুন জায়গাতে দ্রুত বার্ন ইউনিট গঠন করতে হবে। Minister expresses anger over delay in opening indoor services of Tertiary Care Cancer Center of Burdwan Medical College হাসপাতাল সুপার তাপস ঘোষ জানিয়েছেন, জরুরি বিভাগের সামনের ৭ তলা ভবনটিকে ১০ তলা করা যাবে। সেই ভবনটিতেই আরও একতলা বাড়ানো হবে। আট তলাতে বার্ন ইউনিট তৈরি হবে। চলতি আর্থিক বছরের মধ্যে ওই ইউনিট চালু করতে চাইছি। বৈঠকে ঠিক হয়েছে, স্বাস্থ্য ভবনের কাছে ১০ তলা করার জন্যেই অনুমোদন চাওয়া হবে। বাড়তি টাকারও দাবি করা হবে। জরুরি বিভাগের সামনে স্রেফ জরুরি রোগীর লোকজনই যাতায়াত করেন তার ব্যবস্থা করা হবে। অন্য ওয়ার্ডের রোগীর পরিজনদের জন্য জরুরি বিভাগের পাশে নতুন গেট ও রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন হাসপাতালের ভিতরে থাকা পুকুরের সৌন্দর্যায়ন নিজস্ব তহবিল থেকেও করার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি। শিশু মৃত্যু বা প্রসূতি মৃত্যু তুলনায় কম বলে জানানো হয়েছে। তবে রেফার হয়ে আসার প্রবণতা বাড়ছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এ দিন রিপোর্ট করা হয়। বৈঠকে জানানো হয়েছে, শয্যার পাশেই ডায়ালিসিস খুব দ্রুত চালু হতে চলেছে। অনাময়ে ১০ শয্যার স্ট্রোক ইউনিট তৈরির জন্যে স্বাস্থ্য ভবনে প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়াও এই হাসপাতালে ও অনাময় হাসপাতালের বেশ কিছু জায়গাতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে থাকে, সে কারণে জেলা পরিষদকে সৌরবিদ্যুতের আলো দেওয়ার জন্যে প্রস্তাব দেওয়া হয়। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রস্তাব দেন, হাসপাতালে কি কি পরিষেবা পাওয়া যায় তার একটা রিপোর্ট কার্ড তৈরি করে একটি আলোচনা-চক্র করা যেতে পারে। সেই প্রস্তাব মেনে নিয়েছেন কমিটির সদস্যরা।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *