বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিকেল কলেজের টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার গড়ে উঠেছে। বছর খানেক আগে বহির্বিভাগ চালু হয়ে গেলেও ভবন তৈরি হয়নি বলে ইনডোর বা অন্তর্বিভাগ চালু হয়নি। শনিবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ক্যানসার হাসপাতাল (টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার) তৈরিতে গড়িমসি নিয়ে পূর্ত দফতর (সোশ্যাল)-এর উপর ক্ষোভ প্রকাশ করলেন স্বপনবাবু। প্রায় এক বছর পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠক হল শনিবার। এ দিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন থেকে রোগী-কল্যাণ সম্পর্কিত নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ দিনের বৈঠকে ঠিক হয়, রাধারাণী ভবনে নয়, বার্ন ইউনিট তৈরি হবে জরুরি বিভাগের সামনে নতুন ভবনে। সে জন্যে ৭ তলা ভবনের উপর নতুন আরও একটি তলা বানানোর জন্যে স্বাস্থ্য ভবনের অনুমোদন চাওয়া হবে। একই সঙ্গে জরুরি বিভাগের সামনে অবাধ যাতায়াত আটকাতে নতুন রাস্তা তৈরির প্রস্তাবও নেওয়া হয়েছে। বৈঠকে এই টারশিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার নিয়ে প্রশ্ন তোলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। পূর্ত দফতরের তরফে জানানো হয়, প্রযুক্তিগত কারণে স্বাস্থ্য দফতর থেকে পাঠানো বকেয়া ৯ কোটি ৯২ লক্ষ টাকা আটকে ছিল। সেই টাকার সমস্যা মিটে গিয়েছে। স্বপনবাবু জানিয়েছেন, এই ভবন তৈরির কাজ তিন মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। পূর্ত দফতরের দাবি, সব মিলিয়ে ভবন সম্পূর্ণ করতে ছ’মাস সময় লাগবে। জানা গেছে, বার্ন ইউনিটের জন্যে মেডিকেলে ১ কোটি ৭০ লক্ষ টাকা পড়ে রয়েছে। প্রথমে ‘নিউ বিল্ডিং’য়ে ওই ইউনিট গড়ার কথা ছিল। পরে ঠিক হয়, রাধারাণী ভবন সংস্কার করে সেখানেই গড়ে উঠবে বার্ন ইউনিট। কিন্তু স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, রাধারাণী ভবন সংস্কারের অনুমোদন পেতে দেরি হবে। নতুন জায়গাতে দ্রুত বার্ন ইউনিট গঠন করতে হবে। হাসপাতাল সুপার তাপস ঘোষ জানিয়েছেন, জরুরি বিভাগের সামনের ৭ তলা ভবনটিকে ১০ তলা করা যাবে। সেই ভবনটিতেই আরও একতলা বাড়ানো হবে। আট তলাতে বার্ন ইউনিট তৈরি হবে। চলতি আর্থিক বছরের মধ্যে ওই ইউনিট চালু করতে চাইছি। বৈঠকে ঠিক হয়েছে, স্বাস্থ্য ভবনের কাছে ১০ তলা করার জন্যেই অনুমোদন চাওয়া হবে। বাড়তি টাকারও দাবি করা হবে। জরুরি বিভাগের সামনে স্রেফ জরুরি রোগীর লোকজনই যাতায়াত করেন তার ব্যবস্থা করা হবে। অন্য ওয়ার্ডের রোগীর পরিজনদের জন্য জরুরি বিভাগের পাশে নতুন গেট ও রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন হাসপাতালের ভিতরে থাকা পুকুরের সৌন্দর্যায়ন নিজস্ব তহবিল থেকেও করার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি। শিশু মৃত্যু বা প্রসূতি মৃত্যু তুলনায় কম বলে জানানো হয়েছে। তবে রেফার হয়ে আসার প্রবণতা বাড়ছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এ দিন রিপোর্ট করা হয়। বৈঠকে জানানো হয়েছে, শয্যার পাশেই ডায়ালিসিস খুব দ্রুত চালু হতে চলেছে। অনাময়ে ১০ শয্যার স্ট্রোক ইউনিট তৈরির জন্যে স্বাস্থ্য ভবনে প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়াও এই হাসপাতালে ও অনাময় হাসপাতালের বেশ কিছু জায়গাতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে থাকে, সে কারণে জেলা পরিষদকে সৌরবিদ্যুতের আলো দেওয়ার জন্যে প্রস্তাব দেওয়া হয়। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রস্তাব দেন, হাসপাতালে কি কি পরিষেবা পাওয়া যায় তার একটা রিপোর্ট কার্ড তৈরি করে একটি আলোচনা-চক্র করা যেতে পারে। সেই প্রস্তাব মেনে নিয়েছেন কমিটির সদস্যরা।
Tags Bardhaman Bardhaman Breaking News Bardhaman District News Bardhaman District Today News Bardhaman East Bardhaman Khabor Bardhaman Khobor Bardhaman Live Bardhaman Media Bardhaman News Bardhaman News Channel Bardhaman News Paper Bardhaman Newspaper Bardhaman Press Bardhaman Press Corner Bardhaman Purba Bardhaman Reporter Bardhaman Today Bardhaman Today News Bardhaman TV Bardhaman Viral Bardhaman Viral News Bardhaman Viral Video Burdwan Burdwan Breaking News Burdwan District News Burdwan District Today News Burdwan East Burdwan hospital Burdwan Khabor Burdwan Khobor Burdwan Live Burdwan Media Burdwan News Burdwan News Channel Burdwan News Paper Burdwan Newspaper Burdwan Press Burdwan Press Corner Burdwan Purba Burdwan Reporter Burdwan Today Burdwan Today News Burdwan TV Burdwan Viral Burdwan Viral News Burdwan Viral Video Cancer Cancer Care Cancer Care Centre Cancer Hospital Cancer Hospital Burdwan Cancer treatment East Bardhaman East Bardhaman News East Burdwan East Burdwan News Purba Bardhaman Purba Bardhaman Block News Purba Bardhaman Breaking News Purba Bardhaman District News Purba Bardhaman District Today News Purba Bardhaman Khabor Purba Bardhaman Khobor Purba Bardhaman Live Purba Bardhaman Media Purba Bardhaman News Purba Bardhaman News Channel Purba Bardhaman News Paper Purba Bardhaman Newspaper Purba Bardhaman Press Purba Bardhaman Press Corner Purba Bardhaman Reporter Purba Bardhaman Sub Division News Purba Bardhaman Today Purba Bardhaman Today News Purba Bardhaman TV Purba Bardhaman Viral Purba Bardhaman Viral News Purba Bardhaman Viral Video Purba Burdwan Purba Burdwan Breaking News Purba Burdwan District News Purba Burdwan District Today News Purba Burdwan Khabor Purba Burdwan Khobor Purba Burdwan Live Purba Burdwan Media Purba Burdwan News Purba Burdwan News Channel Purba Burdwan News Paper Purba Burdwan Newspaper Purba Burdwan Press Purba Burdwan Press Corner Purba Burdwan Reporter Purba Burdwan Today Purba Burdwan Today News Purba Burdwan TV Purba Burdwan Viral Purba Burdwan Viral News Purba Burdwan Viral Video Tertiary Care Cancer Centre Tertiary Care Cancer Centres আজকে পূর্ব বর্ধমানের খবর আজকে বর্ধমানের খবর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান খবর পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা টিভি পূর্ব বর্ধমান জেলা নিউজ পূর্ব বর্ধমান জেলা প্রেস পূর্ব বর্ধমান জেলা বিজ্ঞাপন পূর্ব বর্ধমান জেলা রিপোর্টার পূর্ব বর্ধমান জেলা সাংবাদিক পূর্ব বর্ধমান জেলার খবর পূর্ব বর্ধমান জেলার গ্রাম পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থান পূর্ব বর্ধমান জেলার ব্লক পূর্ব বর্ধমান জেলার মহকুমা পূর্ব বর্ধমান টিভি পূর্ব বর্ধমান নিউজ পূর্ব বর্ধমান প্রেস পূর্ব বর্ধমান প্রেস কর্নার পূর্ব বর্ধমান বিজ্ঞাপন পূর্ব বর্ধমান রিপোর্টার পূর্ব বর্ধমান সাংবাদিক পূর্ব বর্ধমানের খবর বর্ধমান খবর বর্ধমান টিভি বর্ধমান নিউজ বর্ধমান নিউজ চ্যানেল বর্ধমান পূর্ব বর্ধমান পৌরসভা বর্ধমান প্রেস বর্ধমান প্রেস কর্নার বর্ধমান বিজ্ঞাপন বর্ধমান রিপোর্টার বর্ধমান সাংবাদিক বর্ধমানের খবর বর্ধমানের খবর ভিডিও বর্ধমানের খবর ভিডিয়ো
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …