বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চাষের কাজে শ্রমিক পাওয়াই মুশকিল হয়ে উঠছিল কৃষকদের কাছে। পূর্ব বর্ধমান জেলার কৃষকদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে কৃষির এই কাজে ১০০ দিনের প্রকল্পকে যুক্ত করার দাবী উঠেছিল। অবশেষে রাজ্যের কৃষককুলের এই দাবী মেনেই এবার কৃষিকাজে ধান কাটা, ধান রোয়া, সেচের কাজের সঙ্গেও এবার ১০০ দিনকে যুক্ত করা হতে চলেছে বলে জানিয়ে গেলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পশ্চিমবঙ্গের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পের মাসিক পত্রিকা ‘একশোয় একশো’-র প্রথম সংখ্যার উদ্বোধন করেন সুব্রত মুখার্জ্জী। রাজ্যের এই পত্রিকাটির প্রথম সংখ্যাটি প্রকাশের দায়িত্ব পেয়েছিল পূর্ব বর্ধমান জেলা। সুব্রত মুখার্জ্জী বলেন, কৃষির কাজে ১০০ দিনের কাজকে যুক্ত করার চেষ্টা চলছে। দুই থেকে তিন ফসলি জমিতে চাষ হচ্ছে। আর কৃষির এই কাজেও ১০০ দিনের প্রকল্পকে যুক্ত করার জন্য চেষ্টা চলছে। তিনি বলেন, দুই থেকে আড়াই লক্ষ দক্ষ শ্রমিকদের চা বাগান এবং জুট মিলে স্থায়ী চাকরি দিতে পারি। কারণ চা বাগান এবং জুট মিলে লোক পাওয়া যাচ্ছে না। কারণ শ্রমিকরা চাবাগান আর জুট মিলে কাজ না করে ১০০ দিনের কাজ করছেন। তাই চা বাগান আর জুট মিলে লোক পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ১০০ দিনের কাজের মজুরীকে আরও বৃদ্ধি করার চেষ্টা চলছে। পঞ্চায়েত মন্ত্রী এদিন বলেন, কখনই গাছের তলায় বসে লাল সুতোর বিড়ি খেয়ে জবকার্ড নিয়ে বাড়ি চলে আসবেন – এটা করবেন না। এটা করলে সমাজের ক্ষতি হবে, রাজ্যের ক্ষতি হবে। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা অন্তর থেকে ১০০ দিনের কাজকে গ্রহণ করেছে। তাই গোটা দেশের মধ্যে পশ্চিমবাংলা মহাত্মাগান্ধী কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পে সেরার তালিকায় রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় ১০০ দিনের মধ্যে ১০০দিনই কাজ দিতে পেরেছেন অনেক পরিবারকেই। কেবলমাত্র কাজেরজন্যই কাজ নয়। সম্পদ সৃষ্টি করতে হবে। যাতে আগামী দিনে এই সম্পদ আয় বৃদ্ধি করতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিরা পঞ্চায়েতের উন্নয়নমূলক সমস্ত কাজেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেই পরিকল্পনা রচনা করুন। কাজ করুন। সবাইকে জানান, কতটাকা পেয়েছেন। কি কাজ করতে চাইছেন। তবেই দেশের উন্নতি হবে। এদিকে, এরই পাশাপাশি এদিন পঞ্চায়েত মন্ত্রী ১০০ দিনের প্রকল্পেই বর্ধমানের বনপাস গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে বৃক্ষ পাট্টা ও বৃক্ষ রোপন সপ্তাহ উদযাপন অনুষ্ঠান হাজির হন। এখানে উপভোক্তাদের হাতে বৃক্ষ পাট্টা তুলে দেন পঞ্চায়েত মন্ত্রী। লাগানো হয় কয়েকশো গাছও। গাছ লাগান পঞ্চায়েত মন্ত্রী নিজেও।
Tags ১০০ দিনের প্রকল্প 100/100 Agriculture Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Ekshoy Eksho Farming Mahatma Gandhi National Rural Employment Guarantee Act Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme MGNREGS Minister Subrata Mukherjee monthly magazine NREGS Purba Bardhaman Subrata Mukherjee West Bengal কৃষিকাজ খবর জবকার্ড পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসুনিশ্চিতকরণ প্রকল্প সংবাদ সুব্রত মুখোপাধ্যায়
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …