Breaking News

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী

Minister Swapan Debnath held a meeting of the Burdwan Medical College and Hospital Rogi Kalyan Samiti today

বর্ধমান (পূর্ব বর্ধমান):- শুধু লিখে সমালোচনাই নয়, সংবাদ মাধ্যমেরও একটা ভূমিকা রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষায়। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক বিজয় ভারতী সহ কমিটির সদস্যরাও। হাজির ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগীয় আধিকারিকরাও। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন স্বপনবাবু। হাসপাতাল পরিচ্ছন্ন রাখার জন্য বৈঠকে এদিন হাসপাতালের নার্স, মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, চিকিত্সক, হাসপাতালে নিযুক্ত পুলিশ কর্মীদেরও পর্যায়ক্রমে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন স্বপনবাবু। এরই পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমকেও এর সঙ্গে যুক্ত করে তিনি জানিয়েছেন, হাসপাতালের অব্যবস্থা নিয়ে আপনারা লিখুন। কিন্তু আপনারাও তো পারেন একদিন হাসপাতালকে সাফাই করার অভিযান করতে – সামাজিক দায়বদ্ধতা থেকে। Minister Swapan Debnath held a meeting of the Burdwan Medical College and Hospital Rogi Kalyan Samiti today শনিবার এই রোগী কল্যাণ সমিতির বৈঠকেই স্বপনবাবু জানিয়েছেন, পুজোর আগেই ২০টি ডায়ালিসিস মেশিন চালু হয়ে যাচ্ছে। এর ফলে প্রায় আড়াই কোটি মানুষ উপকৃত হবেন। ২০টি মেশিন থেকে প্রতিদিন ৮০ থেকে ১০০ জন মানুষ পরিষেবা পাবেন। বৈঠকে হাসপাতালের স্ক্যাভেঞ্জিং কর্মী নিয়োগের প্রসঙ্গও ওঠে। স্বপনবাবু জানিয়েছেন, বর্তমানে ২৯২ জন স্ক্যাভেঞ্জিং কর্মী কাজ করছেন। সম্প্রতি ৩২জন স্ক্যাভেঞ্জিং কর্মী নিয়োগ নিয়ে যে সমস্যা তৈরী হয়েছিল তা মিটে গেছে। ওই ৩২জন কর্মী নিয়োগ ছাড়াও আরও ৬৫জন কর্মী নিয়োগের বিষয়ে এদিন অনুমোদন দেন স্বপনবাবু। এরই পাশাপাশি রাত্রে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় মোটরবাইকে পুলিশী টহল দেবার কথা জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রায়শই মদ্যপদের জন্য নানাবিধ গোলমাল হচ্ছে বলে তাঁর কাছে খবর আছে। তিনি জানিয়েছেন, এই তালিকায় রয়েছে বর্ধমান মেডিকেল কলেজের কিছু স্টুডেণ্টও। যারা হাফ প্যাণ্ট পরে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়ায়। স্বপনবাবু জানিয়েছে্ন, হাসপাতালের নিরাপত্তার খাতিরে এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না। এদিনের রোগী কল্যাণ সমিতির বৈঠকে বেশ কিছু নতুন ঘোষণাও করেছেন স্বপনবাবু। তিনি জানিয়েছেন, হাসপাতালের মর্গে থাকা বিশ্রামাগারে পানীয় জল নিয়ে সমস্যা ছিল। বর্ধমান পুরসভাকে বলা হয়েছে সেই ব্যবস্থা করে দিতে। এছাড়াও বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর রোগীদের জন্য যে বিশ্রামাগার তৈরী করা হয়েছে তা দ্রুত রোগীদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়াও জরুরী বিভাগের সামনে তৈরী হওয়া নতুন ভবনের উদ্বোধন এবং সেখানে রাধারাণী ব্লককে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন এদিন স্বপনবাবু।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *