Breaking News

লোকসভা নির্বাচনের প্রচারে পূর্বস্থলীতে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

Minister Swapan Debnath started wall writing in Purbasthali to campaign for the Lok Sabha elections

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট প্রচারে নেমে পড়লেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শুক্রবার সকালে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর এলাকায় দেওয়াল লিখন করলেন তিনি। নির্বাচন ঘোষণা বা প্রার্থী তালিকা ঘোষণা না হলেও তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক এঁকেই ভোট প্রচারের কাজ শুরু করলেন স্বপন দেবনাথ। এদিনের এই কর্মসূচিতে স্বপন দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েতের প্রধান রিতা দেবনাথ, উপ প্রধান স্বপন কুমার ঘোষ-সহ অন্যান্যরা। দিলীপ মল্লিক জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকেই শুরু হয়ে গেল পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দেওয়াল লিখনের কাজ।

About admin

Check Also

MLA's mother-in-law and panchayat pradhan's names are on the list of people getting houses under the Bangla Awas Yojana

বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *