ভাতাড় (পূর্ব বর্ধমান) :- টোটো চালককে ছুরি মেরে পালিয়ে গেল দুষ্কৃতী। গুরুতর জখম টোটো চালক সনৎ বড়ালকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাতার ও আউশগ্রাম এলাকায়। সনৎ বড়ালের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের শিবদা কলোনীতে। জখম সনত বড়ালের আত্মীয় প্রশান্ত সর্দার জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টোটো চালিয়ে গুসকরা থেকে বাড়ি ফেরার পথে বলগোনা মোড়ে এক যুবক সনতের টোটো ভাড়া করে। তার সঙ্গে রফা হয় দুশো টাকায় ভাতাড়ের দেবপুর পর্যন্ত তাকে পৌঁছে দেবে। কিন্তু দেবপুর যাওয়ার পর টোটো আরোহী ওই যুবক রামপুর পর্যন্ত পৌঁছে দেবার অনুরোধ করে টোটো চালককে। এরপর রামপুরের ক্যানেলপুলে টোটো থেকে নামিয়ে দিয়ে সনৎ বড়াল ভাড়া চায়। ভাড়ার টাকা বের করার সময়ই পকেট থেকে ছুরি বের করে সে অতর্কিতে হামলা চালায়। সনৎ বড়ালের গলায়, গালে ছুরি চালিয়ে সে পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় সনৎ বড়াল টোটো চালিয়ে দেবপুরে পৌঁছায়। তার আত্মীয়রা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …