Breaking News

দিদিকে বলো কর্মসূচীতে বেড়িয়ে দলের নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক রবিরঞ্জন

MLA Rabiranjan faces protests by leader & Supporters of TMC party during the Didi Ke Bolo program. Janasanyog - Didi Ke Bolo - TMC leader & Supporters protested to the Burdwan Dakshin MLA Rabiranjan Chattopadhyay

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দিদিকে বলো কর্মসূচিতে বেড়িয়ে ফের বিতর্কের মুখে পড়লেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মঙ্গলবার বর্ধমান শহরের ৬ নং ওয়ার্ডে এই কর্মসূচি পালনের জন্য বিধায়ক সহ পুরসভার প্রাক্তন কাউন্সিলার খোকন দাস, কাঞ্চন কাজি প্রমুখ নেতারাও তাঁর সঙ্গী হন। এদিন সকাল থেকেই ৬ নং ওয়ার্ডের এই দিদিকে বলো কর্মসূচিকে ঘিরে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। বেশ কয়েকটি বাড়িতে গিয়ে তাঁদের অভিযোগ সম্পর্কেও বিস্তারিত খোঁজ নেন রবিবাবু। উল্লেখ্য, দিদিকে বলো কর্মসূচিতে যাঁরা সরাসরি ফোন করছেন তাঁদের তালিকা জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিশেষত স্থানীয় বিধায়কদের কাছেও পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই তালিকা। সেই তালিকা নিয়েই তাঁদের সঙ্গে দেখাও করছেন বিধায়করা। এদিনও রবিবাবু সেই কর্মসূচিই পালন করতে যান ৬ নং ওয়ার্ডে। MLA Rabiranjan faces protests by leader & Supporters of TMC party during the Didi Ke Bolo program. Janasanyog - Didi Ke Bolo - TMC leader & Supporters protested to the Burdwan Dakshin MLA Rabiranjan Chattopadhyay এদিকে এদিন ৬ নং ওয়ার্ডে পা দিতেই ক্ষোভে ফেটে পড়েন ৬ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মহম্মদ সেলিম এবং তাঁর অনুগামীরা। সরাসরি এদিন স্থানীয় কাউন্সিলারদের না জানিয়ে ওয়ার্ডে আসায় তাঁরা রবিবাবুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান। কার্যত দলেরই কর্মীদের এই বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা শহর জুড়েই। বাধ্য হয়েই রবিবাবু তাঁর নির্দিষ্ট কর্মসূচি দ্রুত শেষ করে চলে যান ৬ নং ওয়ার্ড থেকে। উল্লেখ্য, দিদিকে বলো কর্মসূচীকে পালন করতে বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জনবাবু ৫ সদস্যের একটি বিধায়ক কমিটি তৈরী করেছেন। সেই কমিটি নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন ৬নং ওয়ার্ডের তৃণমূল সমর্থকরা। তাঁরা সরাসরি অভিযোগ করেছেন, সারা বছর তাঁরা সবরকমের কাজে ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন। আর বিধায়ক যখন ওয়ার্ডে আসছেন তখন তাঁদের জানানোই হচ্ছে না – এটা বরদাস্ত করা হবে না। এব্যাপারে তাঁরাও পাল্টা দিদিকে বলো ফোন নাম্বারে অভিযোগ জানাবেন বলে এদিন জানিয়েছেন। MLA Rabiranjan faces protests by leader & Supporters of TMC party during the Didi Ke Bolo program. Janasanyog - Didi Ke Bolo - TMC leader & Supporters protested to the Burdwan Dakshin MLA Rabiranjan Chattopadhyay এদিন রবিরঞ্জনবাবু জানিয়েছেন, দিদিকে বলো কর্মসূচীতে দলের নির্দেশে যাঁদের সঙ্গে কথা বলার ছিল তিনি তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁদের কোনো অভিযোগ নেই। যদিও এদিন কয়েকজন এলাকায় জঙ্গল হয়ে থাকা, সাপের উত্পাত, কলের জলের লাইন প্রভৃতি নিয়ে কিছু অভিযোগ জানিয়েছেন। তাঁদের মহকুমা শাসকের কাছে অভিযোগপত্র দেবার কথা বলেছেন তিনি। অন্যদিকে, রবিরঞ্জনবাবুর ৫ সদস্যের কমিটির অন্যতম সদস্য কাঞ্চন কাজি জানিয়েছেন, দিদিকে বলো কর্মসূচী একান্তই দিদির নির্দেশে বিধায়কের নিজস্ব কর্মসূচী। দলের নির্দেশে বিধায়ককে কোথায় যেতে হবে বা কি করতে হবে তা বলা আছে। এখানে প্রাক্তন কাউন্সিলারদের খবর দেবার কোনো বিষয় নেই। উল্লেখ্য, সম্প্রতি ২৫নং ওয়ার্ডে গিয়েও বেশ কয়েকজন নাগরিক অভিযোগ করেন, বিধায়কের সঙ্গে নেতাদের ভিড় থাকায় তাঁরা খোলামেলাভাবে কথা বলতে পারছেন না। সেই অভিজ্ঞতা থেকেই বিধায়ক রবিরঞ্জনবাবু প্রাক্তন কাউন্সিলারদের খবর দিতে চাননি। তবে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ হবার ভয়েই বিক্ষোভ দেখিয়েছেন বলে কাঞ্চন কাজি জানিয়েছেন।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *