Breaking News

কাল মোদির শপথ তাই তৈরী কুইণ্টাল কুইণ্টাল লাড্ডু, বিলি হল চাল টাকাও

Modi's cabinet oath taking ceremony in tomorrow - BJP gave food to poor families (1)

আউশগ্রাম ও বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামীকাল মোদি মন্ত্রীসভার শপথ। আর তাই সেই খুশীতে পুর্ব বর্ধমানের আউশগ্রাম ২নং ব্লকের ভেদিয়া অঞ্চলের বিলসণ্ডা গ্রামের বিজেপি কর্মীরা তৈরী করলেন প্রায় ২ কুইন্টাল তথা ৪৫০০ লাড্ডু। আগামীকাল সকাল থেকেই ভেদিয়া অঞ্চলে বিলি করা হবে এই লাড্ডু। এলাকার বিজেপি নেতা আশীষ বিশ্বাস এবং দেবদাস মণ্ডল জানিয়েছেনঅনেক আশা নিয়ে এবারে ভোটে তাঁরা লড়াই করে জিতেছেন। আর তাই সেই খুশীতেই তাঁরা সাড়ে চার হাজার থেকে প্রায় ৫ হাজার লাড্ডু তৈরী করছেন। Modi's cabinet oath taking ceremony in tomorrow - BJP gave food to poor families (1) বৃহস্পতিবার যখন নরেন্দ্র মোদি শপথ নেবেন সেই গোটা ভেদিয়া অঞ্চল জুড়ে তাঁরা সেই লাড্ডু জনসাধারণের মধ্যে বিতরণ করবেন। অন্যদিকেআউশগ্রামের পাশাপাশি পূর্ব বর্ধমানর সদর ১নং ব্লকের ক্ষেতিয়া অঞ্চলে বুধবার সকালে বিজেপির জেলা সাধারণ সম্পাদক প্রবাল রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা এলাকার প্রায় ৮০টি পরিবারের হাতে তুলে দিলেন চাল এবং ডালের জন্য অর্থ। প্রবালবাবু জানিয়েছেননরেন্দ্র মোদি দেশে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। তাই কোনো মানুষ যেন অভুক্ত না থাকেন। সেজন্যই তাঁরা যে সমস্ত এলাকায় দুঃস্থ এবং অনাহারে থাকা মানুষ রয়েছেন তাঁদের চাল ও ডাল বাবদ পরিবার পিছু ২০০ টাকা করে দিয়েছেন। প্রবালবাবু জানিয়েছেনএদিন প্রায় ৫ কুইণ্টাল চাল দেওয়া হয়েছে। ছোট পরিবারের জন্য ৫ কিলো চাল এবং ডালের জন্য ২০০ টাকা এবং বড় পরিবারের জন্য ১০ কেজি চাল এবং ডালের জন্য ৪০০ টাকা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা বিজেপির পাশাপাশি বিজেপির বিভিন্ন এলাকাভিত্তিক নেতৃত্ব বিলি করবেন মিষ্টিও। 

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *