Breaking News

পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর হলেন মহম্মদ ইসমাইল

Mohammad Ismail was nominated as Mentor of Purba Bardhaman Zilla Parishad

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অবশেষে দীর্ঘদিন পর লোকসভা ভোট ঘোষণার মুখে পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর পদে নিয়োগ করা হল জেলা পরিষদের প্রাক্তন কৃষি ও খাদ্য কর্মাধ্যক্ষ সেখ মহম্মদ ইসমাইলকে। গতবছর ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গঠিত হয় ধাপে ধাপে ত্রিস্তর পঞ্চায়েতের বোর্ড। তৃণমূলের দলীয়ভাবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি হিসাবে শ্যামাপ্রসন্ন লোহার এবং সহকারী সভাধিপতি হিসাবে গার্গী নাহাকে মনোনীত করা হয়। দলীয়ভাবে জেলা পরিষদের বোর্ড গঠনের পাশাপাশি মেন্টর হিসাবে দেবু টুডুর নাম এবং কো-মেণ্টর হিসাবে মহম্মদ ইসমাইলের নাম ঘোষণাও করা হয়। কিন্তু নানাবিধ জটিলতার কারণে এতদিন অফিসিয়ালভাবে কারও নিয়োগপত্র না আসায় কেউই ওই পদে বসতে পারেনি। অবশেষে গত ৭ মার্চ রাজ্য পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি পূর্ব বর্ধমানের জেলাশাসক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে এই নিয়োগপত্র পাঠান। যদিও জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে জেলাশাসকের কাছে যে চিঠি অবশেষে আসে তাতে মেন্টর হিসাবে সেখ মহম্মদ ইসমাইলের নাম পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ বছর ধরে এই মেন্টর হিসাবে আসীন ছিলেন উজ্জ্বল প্রামাণিক।

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *