Breaking News

“এবার কালীঘাটে লড়াই হবে” – বর্ধমানে জানালেন সাংসদ সৌমিত্র খাঁ

MP Locket Chatterjee and Saumitra Khan were present in the special meeting of BJP's Burdwan organizational district committee.

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোসাবায় শ্যুট আউট, জায়গায় জায়গায় বোমাবাজি, পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবেই তৃণমূল দল নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাবে। মঙ্গলবার বর্ধমানে বিজেপির জেলা কমিটির বিশেষ বৈঠকে যোগ দিতে এসে এভাবেই রাজ্যের শাসকদলের সমালোচনা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন এই সাংগঠনিক বিশেষ বৈঠকে যোগ দেন সাংসদ সৌমিত্র খাঁও। সৌমিত্র খাঁ এদিন বলেন, বোমা তৈরি তৃণমূলের কৃষ্টি ও কালচারে পরিণত হয়েছে। ভোট যে শান্তিপূর্ণ হবে না এটা তার আভাষ। কালীঘাটেও কোনোদিন বোমা পড়বে। যেদিন ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হবে সেদিন বোমা পড়বে। ফিরহাদ আগেও কালীঘাটে পাথর ছুঁড়েছিল। ২০০৯ সালের ইতিহাস যাঁরা জানেন, তাঁরা জানেন কালীঘাটে কারা পাথর ছুঁড়েছিল, দাবী করেন সৌমিত্র খাঁ। গোসাবায় শ্যুট আউট প্রসঙ্গে বলতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, পঞ্চায়েত দখলের জন্য, নিজেদের সিন্ডিকেটরাজের জন্য, নিজেদের টাকা তোলার জন্য, তৃণমূলের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। তৃণমূলের আক্রমণে বিজেপির অনেক কার্যকর্তা শহীদ হয়েছে। এখন ওদের নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। তৃণমূল দলটা নিজেদের মধ্যে লড়াই করতে করতে মরে যাবে। MP Locket Chatterjee and Saumitra Khan were present in the special meeting of BJP's Burdwan organizational district committee. ভূপতিনগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধোরের অভিযোগ বিজেপির দিকে এই প্রসঙ্গে লকেট জানান, তৃণমূল বিভিন্ন রকম ভাবে বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও এবারের পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুরের তৃণমূল দাঁত ফোটাতে পারবে না। ডিএলএডের প্রশ্ন ফাঁসে এখনো পর্যন্ত পর্ষদ কোনো অভিযোগ দায়ের না করায় লকেট এদিন মন্তব্য করেছেন, পরীক্ষা বাতিল করা উচিত। তিনি বলেন, এই প্রশ্নপত্র ফাঁস পশ্চিমবঙ্গের নতুন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্ষের মধ্যেই ভূত আছে। পুরো শিক্ষা মন্ত্রালয় জেলের ভেতর চলে গেছে তবু ভেতরের মধ্যে ভূত গুলো বসে আছে। কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলার শিক্ষা ব্যবস্থার মান নেমে যাওয়ার বিষয়টি দেখার জন্য তিনি আবেদন জানাবেন বলে লকেট চট্টোপাধ্যায় এদিন জানিয়ে যান। অন্যদিকে, আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে এদিন সৌমিত্র খাঁ জানিয়েছেন, ”আমরা চাইবো মানুষ যাতে ভোট দিতে পারে। তা নিশ্চিত করতে যতদূর যেতে হয় যাবো।”

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *