গলসী (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের ৩৪৫ টি ব্লকের মধ্যে একমাত্র পূর্ব বর্ধমান জেলার গলসী ২ ব্লকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির তালিকায় কোনও নাম আসেনি। বারবার কেন্দ্র সরকারের কাছে জানিয়েও হয়নি কোনো সমস্যার সমাধান। গলসী ২ ব্লকের বিডিও সঞ্জীব সেন জানিয়েছেন, ২০১৮ সালে আবাস যোজনা প্লাস নামে এই তালিকা তৈরী হয়েছিল। গোটা ব্লকের এই তালিকায় নাম ছিল ১৯ হাজার ৬৩৬ জনের নাম। কিন্তু আচমকাই তাঁরা জানতে পারেন কেন্দ্রীয় সার্ভার থেকে গোটা ব্লকের তালিকাটাই উধাও হয়ে গেছে। ফলে সমস্যায় পড়েছেন তাঁরা। ওই তালিকা পুনরুদ্ধারের জন্য তাঁরা বারবার জেলা, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে জানালেও কোনো সুরাহা হয়নি। ফলে আবাস প্লাস খাতে গলসী ২ ব্লকের কেউই কোনো বাড়ি পাচ্ছেন না। যদি ওই তালিকা পুনরুদ্ধার করা যায় তবেই তা সম্ভব। এমনকি নতুন করে তালিকা তৈরীর ক্ষেত্রেও কোনো অনুমোদন আসেনি। এদিকে, আবাস যোজনার দুর্নীতি নিয়ে যখন গোটা রাজ্য জুড়েই বিরোধীরা তেড়ে ফুঁড়ে রাস্তায় নেমেছেন সেই সময় গলসী ২ ব্লকের সমস্ত তালিকাই উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপরদিকে, এই ইস্যুকেই সামনে রেখে মঙ্গলবার গলসী বাজারে বিক্ষোভ সমাবেশ এবং বিডিও-র কাছে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করল বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি। এই কর্মসূচীতে অংশ নিয়ে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, গোটা ব্লকটাই বাদ গেছে। এর জন্য দায়ী গলসী ২ এর বিডিও। তিনি উল্লঙ্গ। তাই গলসী ২ ব্লকের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি দলীয় কর্মীদের বিডিও সঞ্জীব সেনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়ে যান। সৌমিত্র খাঁ এদিন বলেন, অযোগ্য বিডিও, পঞ্চায়েত সমিতি। অবিলম্বে এই বিডিও-র অপসারণ এবং শাস্তি চান তাঁরা। কেন সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হলেন? তিনি বলেন, তৃণমূলের নেতারা বালি, কয়লার টাকা খেতেই ব্যস্ত। সাধারণ মানুষের কথা ভাবার সময় তাদের নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোরেদের রাণী বলেন উল্লেখ করে সৌমিত্র খাঁ এদিন তৃণমূল কংগ্রেসের দিদির সুরক্ষা কবচ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সৌমিত্র বলেন, মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের চোরেদের রক্ষা কবচ। তাই তার ছবি নিয়ে চোরেদের ঘুরতে বলেছেন। যাতে আরও চোরের সংখ্যা বাড়ানো যায়। এদিন অনুব্রত মণ্ডলকে নিকৃষ্ট রাজনীতিবিদ বলে মন্তব্য করে সৌমিত্র খাঁ বলেন, অনুব্রত মণ্ডলকে দেখে শিক্ষা নিন তৃণমূলের নেতারা। অনুব্রত মণ্ডল এখন জেলে। ৫ বছর তিনি জেলে থাকবেন। আর অনুব্রত মণ্ডলের মেয়েকে সবাই গরু চোরের মেয়ে বলে ডাকছে। তাই তৃণমূলের নেতারা নিজেদের কথা ভাবুন।
Tags Aawas Yojana Awas Yojana Bangla Aawas Yojana Bangla Awas Yojana BJP MP Saumitra Khan MP Saumitra Khan MP Soumitra Khan Pradhan Mantri Aawas Yojana Pradhan Mantri Awas Yojana Saumitra Khan Soumitra Khan
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …