বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অশান্ত বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা হতেই খুশির হাওয়া তাঁর শ্বশুরবাড়ি বর্ধমানের লস্করদিঘী পশ্চিমপাড়ে। বর্তমান বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি তাকে সামাল দিতে পারবেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। বুধবার এমনটাই আশা ব্যক্ত করলেন পূর্ব বর্ধমান জেলার লস্করদিঘী এলাকার বাসিন্দা থেকে খোদ মুহাম্মদ ইউনূসের ছোট শ্যালক আসফাক হোসেন ওরফে বাবু মিঞা। এই এলাকার বাসিন্দা সামিনুর রহিম ওরফে সেনা জানিয়েছেন, এটা অবশ্যই গর্বের যে তাঁদের পাড়ার জামাই এখন বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সামিনুর রহিম জানিয়েছেন, উনি যখন এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করে কথা হয়েছিল। অবশ্যই তাঁরা চান ইউনূস সাহেব বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনুক। তাঁরা চান এরই পাশাপাশি তিনি আবার ঘুরে যান তাঁর শ্বশুরবাড়ি। বুধবার লস্করদিঘীর বাড়িতে বসে বাবু মিঞা জানিয়েছেন, এই খবরে তাঁরা খুশী। আমরা চাই উনি ভালো কাজ করুন এবং ভারতের সঙ্গে সম্পর্কের আরো উন্নত হোক। তিনি জানিয়েছেন, বাংলাদেশের ভিসা নিয়ে একটা জটিলতা রয়েছে। কাস্টমস বিভাগও হয়রানি করে। তাঁরা চান, ৬০ বছরের ঊর্ধ্বের ভিসাটা যাতে সহজ করা হয়। এটা বিশেষ দরকার। অনেক সময় লাগে। স্পট ভিসা হলে ভাল হয়। তাঁরা চান, দুই সরকার মিলে এটার যাতে সমাধান করুক। বাবু মিঞা জানিয়েছেন, ইউনূস সাহেবকে এই পদে বসানোয় ভালোই হয়েছে। এখন দেখা যাক কী হয়। আশা করি উনি ভালো কাজ করবেন। ওনার বুদ্ধি ভালো। আশাকরি দুদেশের সম্পর্ক আরও ভালো হবে। তবে বাবু মিঞা জানিয়েছেন, এই খবর পাওয়ার পর এখনও তাঁদের এই জামাইয়ের সঙ্গে কথা হয়নি। কথা হলে শুভেচ্ছার পাশাপাশি তাঁকে একবার বর্ধমান ঘুরে যাবার জন্য আমন্ত্রণ জানাবেন। প্রসঙ্গত, তিনি জানিয়েছেন, ২০০৬ সালে নোবেল পাওয়ার আগে এসেছিলেন। নোবেল পাওয়ার পরও এসেছিলেন। উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের দ্বিতীয় স্ত্রী আফরোজী ইউনূসের বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের এই লস্করদিঘীতে। ১৯৮৩ সালে আফরোজীকে বিয়ে করেন ইউনূস। আফরোজী বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা করেছেন। মেধাবী ছাত্রী ছিলেন। এদিন বাবু মিঞা জানিয়েছেন, তাঁর জামাইবাবু শেষ যেবার বর্ধমান থেকে ফিরে যাচ্ছিলেন তিনি প্রথম শ্রেণীর টিকিট কেটে দিতে চাইছিলেন। কিন্তু মুহাম্মদ ইউনূস প্রথম শ্রেণীর টিকিট কাটতে দেননি। তিনি জানিয়েছেন, দিদি যখন বাংলাদেশে চলে যান তখন তাঁর জন্মই হয়নি। প্রসঙ্গত, বাবু মিঞা জানিয়েছেন, তাঁদের জামাই শুঁটকি মাছ খেতে ভালো বাসেন। বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি তিনি সুন্দরভাবেই মোকাবিলা করবেন বলে তাঁরা আশা করেন। উল্লেখ্য, বর্তমানে ইউনূস সাহেবের এই শ্বশুরবাড়ির চেহারার অনেক পরিবর্তন হয়েছে। তিনি যখন এই বাড়িতে শেষবার এসেছিলেন তারপরে প্রয়োজনের তাগিদে অনেক পরিবর্তন হয়েছে বাড়ির।
Tags Bangladesh Bardhaman Bardhaman Breaking News Bardhaman District News Bardhaman District Today News Bardhaman East Bardhaman Khabor Bardhaman Khobor Bardhaman Live Bardhaman Media Bardhaman News Bardhaman News Channel Bardhaman News Paper Bardhaman Newspaper Bardhaman Press Bardhaman Press Corner Bardhaman Purba Bardhaman Reporter Bardhaman Today Bardhaman Today News Bardhaman TV Bardhaman Viral Bardhaman Viral News Bardhaman Viral Video Burdwan Burdwan Breaking News Burdwan District News Burdwan District Today News Burdwan East Burdwan Khabor Burdwan Khobor Burdwan Live Burdwan Media Burdwan News Burdwan News Channel Burdwan News Paper Burdwan Newspaper Burdwan Press Burdwan Press Corner Burdwan Purba Burdwan Reporter Burdwan Today Burdwan Today News Burdwan TV Burdwan Viral Burdwan Viral News Burdwan Viral Video Chief Advisor of the Interim Government of Bangladesh Chief Advisor to the Interim Government of Bangladesh East Bardhaman East Bardhaman News East Burdwan East Burdwan News Grameen Bank Interim Government of Bangladesh Muhammad Yunus Nobel Nobel laureate Muhammad Yunus Nobel Peace Prize Nobel Prize Purba Bardhaman Purba Bardhaman Block News Purba Bardhaman Breaking News Purba Bardhaman District News Purba Bardhaman District Today News Purba Bardhaman Khabor Purba Bardhaman Khobor Purba Bardhaman Live Purba Bardhaman Media Purba Bardhaman News Purba Bardhaman News Channel Purba Bardhaman News Paper Purba Bardhaman Newspaper Purba Bardhaman Press Purba Bardhaman Press Corner Purba Bardhaman Reporter Purba Bardhaman Sub Division News Purba Bardhaman Today Purba Bardhaman Today News Purba Bardhaman TV Purba Bardhaman Viral Purba Bardhaman Viral News Purba Bardhaman Viral Video Purba Burdwan Purba Burdwan Breaking News Purba Burdwan District News Purba Burdwan District Today News Purba Burdwan Khabor Purba Burdwan Khobor Purba Burdwan Live Purba Burdwan Media Purba Burdwan News Purba Burdwan News Channel Purba Burdwan News Paper Purba Burdwan Newspaper Purba Burdwan Press Purba Burdwan Press Corner Purba Burdwan Reporter Purba Burdwan Today Purba Burdwan Today News Purba Burdwan TV Purba Burdwan Viral Purba Burdwan Viral News Purba Burdwan Viral Video Yunus আজকে পূর্ব বর্ধমানের খবর আজকে বর্ধমানের খবর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান খবর পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা টিভি পূর্ব বর্ধমান জেলা নিউজ পূর্ব বর্ধমান জেলা প্রেস পূর্ব বর্ধমান জেলা বিজ্ঞাপন পূর্ব বর্ধমান জেলা রিপোর্টার পূর্ব বর্ধমান জেলা সাংবাদিক পূর্ব বর্ধমান জেলার খবর পূর্ব বর্ধমান জেলার গ্রাম পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থান পূর্ব বর্ধমান জেলার ব্লক পূর্ব বর্ধমান জেলার মহকুমা পূর্ব বর্ধমান টিভি পূর্ব বর্ধমান নিউজ পূর্ব বর্ধমান প্রেস পূর্ব বর্ধমান প্রেস কর্নার পূর্ব বর্ধমান বিজ্ঞাপন পূর্ব বর্ধমান রিপোর্টার পূর্ব বর্ধমান সাংবাদিক পূর্ব বর্ধমানের খবর বর্ধমান খবর বর্ধমান টিভি বর্ধমান নিউজ বর্ধমান নিউজ চ্যানেল বর্ধমান পূর্ব বর্ধমান পৌরসভা বর্ধমান প্রেস বর্ধমান প্রেস কর্নার বর্ধমান বিজ্ঞাপন বর্ধমান রিপোর্টার বর্ধমান সাংবাদিক বর্ধমানের খবর বর্ধমানের খবর ভিডিও বর্ধমানের খবর ভিডিয়ো
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …