Breaking News

১৯ নং জাতীয় সড়কে একাধিক গাড়ির ধাক্কা, মৃত ১, আহত ২

Multiple car collision on National Highway 19, 1 dead, 2 injured

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বর্ধমানের ১৯নং জাতীয় সড়কের মীরছোবা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রায় ৮ টা ৪৫ মিনিট নাগাদ মোটরবাইকে দুজন আরোহী রামমুদি কলোনীর দিক থেকে দামোদর কোল্ড স্টোরেজের দিকে রাস্তা পাড় হয়ে আসছিলেন। এই সময় কলকাতামুখী সরকারী এসবিএসটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে ছিটকে পড়েন দুজন। বাইকের পিছনে থাকা ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। নাম ভবতোষ সরখেল (৬০), বাড়ি বর্ধমানের টিকরহাট বেলতলা এলাকায়। প্রাথমিকভাবে অনুমান ওই ব্যক্তি শাড়ির ব্যবসায়ী ছিলেন। বাইকের চালক সঞ্জিত রায় গুরুতর জখম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরও বাড়ি টিকরহাট এলাকায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই দুর্ঘটনার পর সরকারী বাসটি না থেমে কিছুটা গতি কমায়। এই সময় বাসের পিছনে থাকা একটি খালি গ্যাসের ট্যাঙ্কার এবং একটি পাথরের গুঁড়ো বোঝাই ডাম্পার আসছিল। বাসটি গতি কমালে গ্যাসের ট্যাঙ্কারও গতি কমায়। কিন্তু এই ট্যাঙ্কারের পিছনে থাকা ডাম্পার বুঝতে না পেরে সজোরে এসে ধাক্কা মারে খালি গ্যাসের ট্যাঙ্কারকে। এরপরই গ্যাসের ট্যাঙ্কারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ডাম্পারের চালক সেখ আলম (৩৯)। তাঁর বাড়ি বীরভূমের সদাইপুর থানার দুবরাজপুরে। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক বাসটি না থেমেই এরপর দ্রুতগতিতে কলকাতা অভিমুখে চলে যায়। এই ঘটনায় দীর্ঘক্ষণ কলকাতামুখী লেনে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুটি রিকভারি ভ্যানের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িগুলি সরানোর কাজ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়ে আসা হয় একটি দমকলের গাড়িও। এদিকে, এই দুর্ঘটনার পরই এলাকার বাসিন্দারা রীতিমত ক্ষীপ্ত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরেই এই এলাকায় আণ্ডারপাসের দাবী জানিয়ে আসছেন বাসিন্দারা। বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন বিজেপি সাংসদ সুরেন্দরজিত সিংহ অহলুবালিয়া এই আণ্ডারপাস করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু এখনও আণ্ডারপাস তৈরীর কোনো উদ্যোগ না নেওয়ায় এবং এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটতে থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এদিন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে বহু মানুষ হতাহত হতে পারতেন। এই এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েও এলাকার মানুষ এদিন ক্ষোভ প্রকাশ করেছেন।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *