Breaking News

মুর্শিদাবাদ বাংলাদেশ হয়ে গেছে – দিলীপ ঘোষ

Murshidabad has become Bangladesh - Dilip Ghosh

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যপালের চরিত্র হনন করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে তাদের একদিন বিসর্জন হবেই বৃহস্পতিবার সকালে বর্ধমানের বড়নীলপুর বটতলা মোড়ে চা চক্রে এসে সাংবাদিকদের একথা জানালেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা সম্পর্কে জানতে চাইলে দিলীপবাবু এই মন্তব্য করেন। তিনি বলেন, সবই বেরোবে আসল ঘটনা, যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসবে, আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হনন করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে তাদের একদিন বিসর্জন হবেই। মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা বাড়া নিয়ে তিনি বলেন, মুর্শিদাবাদের হিংসা কবে হয় না? মুর্শিদাবাদে কোন আইন কানুন নেই, কোন সরকার নেই, ওটা বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়। ভোট হোক, ভাবছে যা হওয়ার হোক, লোক মরুক, বাঁচুক – কিছু যায় আসে না। বর্ধমানে তাঁর প্রচারে বাধা দেওয়া সম্পর্কে তিনি বলেন, আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে। আমাদের যখন ডোর টু ডোর গিয়ে প্রচার করছে, লিফলেট দিয়েছে বলছে কেন লিফলেট নিয়েছো। আমি তাদের বলতে চাই, ভাই ৪ তারিখের পর থাকতে চাও কিনা সুস্থ। বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকিয়ে, ধমকিয়ে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি ৫ বছর থাকবো তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার দেখে আমরা ঠিক করব। Murshidabad has become Bangladesh - Dilip Ghosh মালদায় ইভিএম বদলের চেষ্টার অভিযোগ সম্পর্কে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর অভিযোগ তোলা সম্পর্কে দিলীপবাবু বলেন, এখনো পশ্চিমবাংলার যারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন কর্মচারী, ডিএম, এসপি থেকে থানার ওসি, বিডিও অফিসের কর্মচারী, তারা টিএমসির হয়ে কাজ করছেন। বিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে, ফেস্টুন বাঁধলে ফটাফট খুলে নিয়ে চলে যাচ্ছে। অথচ টিএমসির দেখুন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে। এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম রোজ বাতিল করে দেওয়া হচ্ছে। যেদিন সকালে প্রোগ্রাম আগের দিন বলা হচ্ছে প্রোগ্রাম হবেনা। তিন দিন আগে আমরা আবেদন করেছি। তাহলে কেন বলা হচ্ছে না ওই দিন। আমি অন্য জায়গায় যেতে পারি অন্য জায়গায় প্রোগ্রাম করতে পারি। আমাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। রাস্তায় নামলাম পুলিশ কালকে এখানে বাধা দিয়েছে। একটু দোকানদারদের সাথে দেখা করব সামনে পুলিশ চলে আসছে। এমনকি সেন্ট্রাল ফোর্সকেও লাগানো হচ্ছে। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কি টিএমসিকে জেতানোর জন্য কাজ করছেন? তাহলে আমরা এভাবেই আপনার সাথে ব্যবহার করব, এসপি অফিস ঘেরাও করব, ডিএম অফিস ঘেরাও করবো। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে, বারবার এটা করা হচ্ছে। সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে। যেখানে যেখানে টেনশন আছে, এখনো ভয় দেখানো হচ্ছে, আমরা বলার পরও কেন সেন্ট্রাল ফোর্স কাজ করছে না সেখানে? চালাচ্ছে তো পুলিশ, এখানকার অফিসরা। বফাদারিটা রাখুন কিন্তু ভবিষ্যৎ টাও ভাবুন।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *