পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- বিজেপি নেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালনা মহকুমা এলাকায়। মঙ্গলবার বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম রুমা ভট্টাচার্য। বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুরের গোপীনাথপুর এলাকায়। তিনি বিজেপির বর্ধমান পূর্ব সাংগঠনিক জেলার ৪ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন।
রুমা ভট্টাচার্যের স্বামী শতদল ভট্টাচার্য জানান, এদিন সকালে রুমাদেবী তাকে কেক কেটে খাওয়ান। তারপর তিনি প্রতিদিনের মতো কাজে বেড়িয়ে যান। পরে তিনি ফোন মারফত খবর পান গলায় ফাঁস লাগানো অবস্থায় রুমাদেবীর দেহ বাড়ির মধ্যে ঝুলছে। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পরিবার। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
Tags Bharatiya Janata Party BJP
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …