বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। মৃতের নাম স্বস্তিক সমাদ্দার (২৯)। বাড়ি বর্ধমানের ডিভিসি মোড়ের মালঞ্চ এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি বাড়ি থেকে একটি পালসার বাইক নিয়ে বেড়িয়ে যান স্বস্তিক সমাদ্দার। তারপর থেকেই আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় নিখোঁজ ডাইরি করা হয়। সোমবার উল্লাস এলাকা থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। মৃতের মুখ বিকৃত করা হয়েছে বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। কী কারণে উঠতি এক আইনজীবীর এই পরিণতি ঘটল তা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।
Tags Calcutta High Court High Court
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …