মেমারী (পূর্ব বর্ধমান):- স্বামী স্ত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মেমারী থানার চাঁচাইয়ের শ্রীপল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম গোপাল ঢালি (৬০) এবং অলোকা ঢালি (৫৫)। মঙ্গলবার সকালে বাড়ির পাশের খাল থেকে উদ্ধার হয় স্ত্রীর দেহ ও গোয়াল ঘর থেকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখছে মেমারী থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, দুজনে বাড়ির পাশে খালে স্নান করতে গিয়েছিলো। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করা হয়। খোঁজাখুঁজির পর গোয়ালঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গোপাল ঢালির দেহ, এরপরই খাল থেকে স্ত্রী অলোকা ঢালির দেহ উদ্ধার হয়।
Tags mysterious death
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …