বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হাতে মাত্র আর দুটো রাত। আর তারপরেই বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার বিকাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর মূল মঞ্চের কাজ সিংহভাগ সম্পূর্ণ হলেও তার দুপাশের মঞ্চের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন নবান্ন থেকে আসা বিশেষ প্রশাসনিক আধিকারিক। সভাস্থলের কাজ খতিয়ে দেখতে এদিন সকাল থেকেই সেখানে পৌঁছে যান জেলাশাসক-সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। তৃণমূলের দলীয় সূত্রে জানানো হয়েছে, দুপুর ১ টা নাগাদ মুখ্যমন্ত্রী সভায় আসবেন। তার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মীদের সভাস্থলে সুষ্ঠভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভার জন্য মঞ্চের কাছেই তৈরী করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। উল্লেখ্য, গতবছর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল। এবারও সেই একইভাবে মঞ্চ তৈরী করা হচ্ছে। সভাস্থলে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি অস্থায়ী রাস্তাও তৈরী করা হয়েছে। যেহেতু গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন, তাই বিভিন্ন জায়গায় কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গতবছর সভাস্থলে আসা সাধারণ মানুষের কিছু অংশ থেকে পানীয় জলের অপ্রতুলতা নিয়ে অভিযোগ উঠেছিল। এবারে পিএইচই দপ্তরকে এব্যাপারে সজাগ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার কার্যত সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সভার জন্য বর্ধমানের ষ্টেশন থেকে নবাবহাট মোড় পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে। তৃণমূল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই শহরের জিটি রোড এবং জিটি রোডের দুপাশে দলীয় পতাকা-সহ মুখ্যমন্ত্রীর কাট আউট এবং সরকারী বিভিন্ন প্রকল্পের প্রচার সংক্রান্ত ফ্লেক্স টাঙানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
Tags chief minister Chief Minister Mamata Banerjee mamata banerjee
Check Also
বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। …