Breaking News

৯ থেকে ১১ ডিসেম্বর সংস্কৃতি লোকমঞ্চে ‘ইনসাইড আউট’ নাট্য সংস্থার উদ্যোগে আয়োজিত হবে জাতীয় নাট্যোৎসব

National Drama Festival will be organized by 'Inside Out' at Sanskriti Lokmancha from 9th to 11th December

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে ‘ইনসাইড আউট’ নাট্য সংস্থার উদ্যোগে আয়োজিত হতে চলেছে জাতীয় নাট্যোৎসব। রবিবার সাংবাদিক বৈঠকে সংস্থার সাধারণ সম্পাদক সৌম্য দেব জানিয়েছেন, ৮ ডিসেম্বর এই উপলক্ষ্যে বর্ধমানের রাজবাড়ি উত্তরফটক থেকে সংস্কৃতি লোকমঞ্চ পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। ৯ ডিসেম্বর নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্য গবেষক আশীষ গোস্বামী, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য কল্লোল ভট্টাচার্য, ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমীর সদস্য হৈমন্তী চট্টোপাধ্যায়-সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও। সৌম্য দেব জানিয়েছেন, ৯ ডিসেম্বর মঞ্চস্থ হবে কল্লোল ভট্টাচার্যের নির্দেশনায় পশ্চিম বর্ধমানের ‘এবং আমরা’-র প্রযোজনায় ‘প্রথম রঙ্গ’। ১০ ডিসেম্বর মঞ্চস্থ হবে ব্রাত্য বসুর নির্দেশনায় কলকাতার ‘পাইকপাড়া ইন্দ্ররঙ্গ’-এর প্রযোজনায় অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘অদ্য শেষ রজনী’। ১১ ডিসেম্বর মঞ্চস্থ হবে আসামের সিগাল থিয়েটারের বাহারুল ইসলামের নির্দেশনায় হিন্দি নাটক ‘উঁচাই’। এছাড়াও এই জাতীয় নাট্যোৎসবের অঙ্গ হিসাবে খালুইবিল মাঠে শম্ভুবাগ মুক্তমঞ্চে সকাল ১০ টা থেকে দু’দিনে আয়োজিত হবে দু’টি আলোচনা সভা। ১০ ডিসেম্বর ‘মফস্বলের থিয়েটার, কলকাতার থিয়েটার’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেবেন নাট্য সমালোচক মলয় রক্ষিত এবং নাট্যকার মলয় ঘোষ। ১১ ডিসেম্বর ‘থিয়েটার পরিকাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেবেন অভিনেতা-নির্দেশক বাহারুল ইসলাম এবং নাট্য সমালোচক আশিস গোস্বামী। সৌম্য দেব জানিয়েছেন, ভারত সরকারের সংস্কৃতি বিভাগের আর্থিক সাহায্য ছাড়াও এই তিনটি নাটকের জন্য ২০০ থেকে ৫০০ টাকার সিজন টিকিটের ব্যবস্থা থাকছে। থাকছে প্রতিদিনের জন্য টিকিটের ব্যবস্থাও। National Drama Festival will be organized by 'Inside Out' at Sanskriti Lokmancha from 9th to 11th December

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *