Breaking News

১২ ডিসেম্বর থেকে গ্রামীণ ডাক সেবকদের দেশব্যাপী ধর্মঘটের ডাক

Nationwide strike call of rural postal workers from December 12

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৫ দফা দাবীকে সামনে রেখে আগামী ১২ ডিসেম্বর থেকে সারা দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকলো অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবকস ইউনিয়ন তথা ন্যাশানাল ইউনিয়ন অফ গ্রামীণ ডাক সেবকস। মঙ্গলবার বর্ধমান বিভাগের পোস্ট অফিসের সিনিয়র সুপারিনটেনডেন্ট কাছে এব্যাপারে লিখিত স্মারকলিপি দিলেন সংগঠনের নেতৃত্বরা। এনইউজিডিএস-এর ডেপুটি সার্কেল সেক্রেটারী রবীন কুমার বসু জানিয়েছেন, তাঁদের ৫টি দাবী দীর্ঘদিন ধরে উপেক্ষিত। যার মধ্যে রয়েছে – ৮ ঘন্টা ডিউটি এবং সুবিধা-সহ জিডিএস কর্মচারীদের সিভিল সার্ভেন্টের মর্যাদা দেওয়া। সিভিল সার্ভেন্টদের মর্যাদা একটি পৃথক শ্রেণীবিভাগ দিয়ে এবং ৫ ঘন্টা ডিউটির ক্যাপ অপসারণ করে, ৮-ঘন্টা ডিউটি পিরিয়ড চালু করা। Nationwide strike call of rural postal workers from December 12 কমলেশ চন্দ্র কমিটির সুপারিশ হিসাবে ১২, ২৪ এবং ৩৬ বছরের চাকরি পূর্ণ হওয়ার পরে তিনটি আর্থিক আপগ্রেডেশন মঞ্জুরি দেওয়া। কমলেশ চন্দ্র কমিটির এই সুপারিশ বাস্তবায়নের দাবি। সর্বোচ্চ পরিমাণ গ্রাচুইটির উপর ১.৫০ লক্ষ টাকার বেআইনি এবং অন্যায্য ক্যাপ অপসারণ করা এবং কমলেশ চন্দ্র কমিটির সুপারিশ অনুসারে ৫ লক্ষ টাকা পুনঃস্থাপন করা। বার্ষিক ৩০ দিনের ছুটি মঞ্জুর করা এবং কমলেশ চন্দ্র কমিটির সুপারিশ অনুসারে ১৮০ দিন পর্যন্ত অব্যবহৃত ছুটি জমা করা এবং চিকিৎসা সুবিধার ব্যবস্থা। রবীনবাবু জানিয়েছেন, এই সময়কালের মধ্যে তাঁদের এই দাবী না মানা হলে তাঁরা ১২ ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটের পথে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, গোটা দেশে প্রায় সাড়ে তিন লক্ষ গ্রামীণ ডাক সেবক রয়েছেন। গোটা রাজ্যে প্রায় ১২ হাজার এবং পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১২০০ গ্রামীণ ডাক সেবক রয়েছেন। সকলেই এই ধর্মঘটে সামিল হবেন।


Family Furniture Career Climb

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *