Breaking News

দুর্গাপূজোর জন্য ৩ অক্টোবর থেকেই বর্ধমান শহরে যান নিয়ন্ত্রণ, চলবে ৮ অক্টোবর পর্যন্ত

No four-wheeler will be allowed to enter Burdwan Town from October 3 for Durga Puja

বর্ধমান (পূর্ব বর্ধমান):- আগামী ৫ অক্টোবর দুর্গাপূজোর সপ্তমী কিন্তু তার দুদিন আগেই পঞ্চমী থেকেই বর্ধমান শহরের যান চলাচলে নিষেধাজ্ঞা জারী করল জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত পুজোর গাইডে জানানো হয়েছে আগামী ৩ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত প্রত্যেকদিন বিকাল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত জিটিরোড দিয়ে মোটর বাইক ছাড়া সমস্ত ধরণের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। জেলা পুলিশ থেকে জানানো হয়েছে, যেহেতু পুজোর এই দিনগুলিতে প্রচুর মানুষ ঠাকুর দেখতে রাস্তায় নামবেন তাই এই যান চলাচলে নিষেধাজ্ঞা জারী করা হচ্ছে। সেক্ষেত্রে দু চাকা ছাড়া বাকি যে কোনও গাড়িকে বর্ধমান শহর ঢোকার মুখে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হতে পারে বা তাদের অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। No four-wheeler will be allowed to enter Burdwan Town from October 3 for Durga Puja জেলা পুলিশের পুজোর গাইডে বলা হয়েছে কাটোয়ার দিক থেকে আসা গাড়িগুলিকে কাটোয়া রোডের পেট্রোল পাম্পের কাছে, কালনা রোডের ক্ষেত্রে এমবিসি ইনষ্টিটিউটের কাছে এবং অন্যান্য দিকেরগুলি তেলিপুকুরমোড়, কানাইনাটশাল মোড়, গোলাপবাগমোড়, আলিশামোড়, গুসকরামোড় এবং পালার শ্রীরামপুরমোড়ে গাড়ি আটকানো হবে। জেলাপুলিশ সূত্রে জানানো হয়েছে, এবছর বর্ধমান শহরের মোট ৫১টি বড় পুজো মণ্ডপকে পুজোর অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এবছরও পুজোর উদ্বোধনে সেলিব্রেটিদের ভিড় থাকছে বর্ধমান শহরে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *