বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জেলা শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে বর্ধমানে পালন করা হল আন্তর্জাতিক শিশু অধিকার দিবস। এদিন বর্ধমান শহরের উৎসব ময়দান থেকে শিশুদের পদযাত্রা পৌঁছায় বর্ধমান টাউন হলে। উৎসব ময়দান থেকে পদযাত্রার সূচনা করেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সকারী সভাধিপতি দেবু টুডু। পদযাত্রা শেষে শিশু অধিকার দিবস উপলক্ষে টাউন হলে শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। পূর্ব বর্ধমান জেলা সমাজকল্যাণ আধিকারিক প্রশান্ত কুমার রায় জানিয়েছেন, ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত জেলাজুড়ে শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। বৃহস্পতিবার জেলা পর্যায়ের অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচীর সূচনা করা হল। পদযাত্রায় শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সকারী সভাধিপতি দেবু টুডু। টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, জেলাপরিষদের কর্মাধক্ষ্য, সর্বশিক্ষা দপ্তরের প্রকল্প আধিকারিক-সহ জেলার অন্যান্য আধিকারিকেরা। সেখানে শিশুরা নাচ, গান, আবৃত্তি পাঠের, পুতুল নাচের পাশাপাশি যোগ ব্যায়াম প্রদর্শন করে। ২০ অক্টোবর পর্যন্ত জেলাজুড়ে চলবে নানান অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার বর্ধমান জেলাশাসক অফিসের সামনে থেকে ১০ টি ইকো রিক্সা রওনা দেবে, ইকো রিক্সা থেকে বর্ধমান শহরে ঘুরেঘুরে শিশু অধিকার সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বার্তা প্রচার করা হবে। একদিন সংস্কৃতি মেট্রো হলে শিশুদের চলচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে কালনা এবং কাটোয়া মহকুমায়ও বিভিন্ন অনুষ্ঠান হবে।
Tags Child Day Child Rights Day
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …