বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নিউ রেভোলিউশন, বর্ধমান রোডিস মোটরসাইকেল ক্লাব এবং চিত্র কুটির আর্ট অ্যাকাডেমির উদ্যোগে এবং ব্যবসায়ী সুরক্ষা সমিতির সহযোগিতায় অভিনব কায়দায় বর্ধমান বীরহাটা সংলগ্ন এলাকায় একটি স্ট্রিট আর্ট করা হয়। এদিন উদ্যোক্তার পক্ষ থেকে সুকান্ত দাস, কৌস্তুভ ঘোষ, অরিত্র মন্ডল, সৌভিক কুমার মাহালি, সুতপা দাস প্রমুখরা জানান, যুব সমাজকে সচেতন করার উদ্দেশ্যে একটি নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে এমন প্রচার চলবে। উল্লেখ্য, এদিন বর্ধমান থানা-সহ বেশ কয়েকটি থানার উদ্যোগেও এই দিনটিকে পালন করা হয়।
Tags Anti Drug Day International Day against Drug Abuse
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …