কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- পিকনিক থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরের টার্বাইনের চাকায় চুল জড়িয়ে মৃত্যু হলো স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার গোমাই গ্রামে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ঝুমা দাস (১৫)। কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল ইন্সটিটিউশনের দশম শ্রেণীর ছাত্রী ঝুমা সোমবার গোমাই গ্রামের কাছে ঈশানী নদীর ধারে পিকনিক করে বন্ধুবান্ধবদের সঙ্গে বাড়ি ফিরছিল। তখন চলন্ত জেনারেটরের টার্বাইনের চাকায় তার চুল জড়িয়ে যায়। মাথা কার্যত থেঁতলে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাতে দেহটি কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দেহটির ময়নাতদন্ত করানো হয়েছে। যদিও এবিষয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জেনারেটর ভ্যানটিকে আটক করেছে।
Tags generator generator turbine
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …