বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সমাজ থেকে ডাইনি প্রথাকে দূর করতে এবার ওঝাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবার ইঙ্গিত দিয়ে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ডাইনী প্রথা সংক্রান্ত একটি সেমিনারে যোগ দিতে আসেন লীনাদেবী। তাঁর সঙ্গে হাজির ছিলেন মারিয়া ফার্ণাণ্ডেজ, রত্না ঘোষ, দিপান্বিতা হাজারী, শ্রাবন্তী বন্দোপাধ্যায় প্রমুখরা। এছাড়াও হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে মহিলা কমিশনের কাছে জেলার তিনটি ডাইনী সংক্রান্ত অত্যাচারের ঘটনা তুলে ধরলেও জেলার বিশেষত জামালপুর ব্লকেই একাধিক ঘটনা ঘটলেও তা লিপিবদ্ধ না হওয়ায় এদিন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের এঘটনায় কি কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তুলে ধরা হয় মহিলা কমিশনের কাছে। পরে লীনাদেবী জানান, সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে সরকার বদ্ধ পরিকর। ইতিমধ্যেই এই ধরণের ঘটনাগুলি নিয়ে ছোট ছোট তথ্যচিত্র তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। যা জেলায় জেলায় ব্যাপকভাবে প্রচার করা হবে। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, আদিবাসী সমাজের মধ্যে এখনও ওঝা, গুণীনের যে প্রভাব রয়েছে সেগুলি দূর করতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখার মত পদক্ষেপ গ্রহণ করা্র উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, অশিক্ষার জন্যই এই ধরণের ঘটনা ঘটে। কিন্তু বর্তমা্ন সরকারের আমলে এই অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে।
Tags Bardhaman Burdwan Commission for Women Death East Bardhaman East Burdwan Jamalpur Purba Bardhaman Student West Bengal Commission for Women witch Witch Hunting জামালপুর ডাইনি পূর্ব বর্ধমান বর্ধমান মহিলা কমিশন
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …