মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) :- প্রায় ৩৭ বছর ধরে চলে আসা বারোয়ারী লক্ষ্মীপূজোর বিসর্জনকে ঘিরে আতসবাজির প্রদর্শনের সময় বাজির আঘাতে মৃত্যু হল এক তৃতীয় শ্রেণীর ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানা এলাকার আসানপুর গ্রামে। পুলিশসূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম শিবম ঘোষ (৯)। সে স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩৭ বছর ধরে এলাকায় ধুমধাম করে একটি বারোয়ারী লক্ষী পুজো হয়। পুজো উপলক্ষে গ্রামে মেলা, যাত্রার আয়োজন করা হয়। পুজোর তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার রাতে আতসবাজি পোড়ানোর অনুষ্ঠান ছিল। পরিবারের সঙ্গে শিবম মেলার মাঠে একটি দোকানের কাছে দাঁড়িয়ে সেই অনুষ্ঠান দেখছিল। কদমগাছ বাজি পোড়ানোর সময় তার থেকেই বাজির অংশ ছিটকে এসে শিবমের মাথায় পরে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মন্তেশ্বর হাসপাতাল এবং পরে রাতেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিবম ঘোষের মৃত্যু হয়। বুধবার বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে শিবমের দেহের ময়না তদন্ত হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।
Tags fireworks
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …