খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- আগামী ষষ্ঠ দফার নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রীতিমত চাপা উত্তেজনার মধ্যেই। বিষ্ণুপুর লোকসভার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা। আবার খণ্ডঘোষ বিধানসভার মধ্যে রয়েছে গলসী ব্লকের একটি অংশও।খণ্ডঘোষ বিধানসভায় মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৮৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৪৬৪ এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৩৬৮জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। মোট বুথ রয়েছে ২৭১টি। আগামী ৯ মে বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা খণ্ডঘোষে তৃণমূলের নির্বাচনী প্রচার সভায় বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে প্রচারে আসছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। ফলে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই মাঝে খণ্ডঘোষ বিধানসভায় শাসকবিরোধীদের দফায় দফায় প্রচারে বাধা দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফলে ভোটের দিন অশান্তির আশংকা করছেন বিরোধীরা। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত বুথেই আধা সামরিক বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করেছেন। এদিকে, আগামী রবিবার নির্বাচন পর্ব যাতে শান্তিপূর্ণ হয় সে ব্যাপারে রবিবার থেকেই এলাকায় টহলদারী শুরু করে দিল আধা সামরিকবাহিনী। এদিকে, রবিবার সকাল থেকেই আধা সামরিক বাহিনী পোলেমপুর থেকে রুট মার্চ শুরু করে দিল। রুট মার্চের পাশাপাশি এদিন তাঁরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। বিগত দিনে ভোটে কোনো অশান্তি হয়েছে কিনা, এবারের ভোট নিয়ে কোনো দুশ্চিন্তা বা ভয় আছে কিনা তাও জানার চেষ্টা করেন। এদিন আধা সামরিকবাহিনীর সঙ্গে ছিলেন খণ্ডঘোষ থানার পুলিশও। উল্লেখ্য, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে আদালতের নির্দেশে বাঁকুড়া জেলায় ঢুকতে নিষেধ করায় তিনি এই নির্বাচনে খণ্ডঘোষ এবং গলসী এলাকায় প্রচার করেছেন। গলসীতে কোনো সমস্যা না হলেও খণ্ডঘোষে দফায় দফায় তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে। বিক্ষোভ দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এমনকি তাঁর প্রচার গাড়িতে হামলা চালানোরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী নারায়ণচন্দ্র খাঁয়ের প্রচার মিছিলেও তৃণমূলের হামলার অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী। তাঁদের প্রচারে বাধা দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফলে আগামী রবিবার খণ্ডঘোষ বিধানসভায় আদপেই নির্বিঘ্নে ভোট হবে কিনা তা নিয়েই যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা। যদিও খণ্ডঘোষের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম জানিয়েছেন, এই ঘটনাগুলোর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই। বিজেপি প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে তাঁর দলের লোকেরাই ক্ষোভ বিক্ষোভ করেছেন। আর প্রচারের আলোয় আসার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। একই কথা বলেছেন তিনি কংগ্রেসের অভিযোগ নিয়েও।উল্লেখ্য, বিষ্ণুপুর লোকসভা তৃণমূলের প্রার্থী শ্যামল সাঁতরা, বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ, কংগ্রেসের প্রার্থী নারায়ণ চন্দ্র খাঁ এবং সিপিআই (এম) প্রার্থী রয়েছেন সুনীল খাঁ। সিপিএমের পক্ষ থেকেও তাঁদের দলীয় কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে মারধর করা, বাড়ি ভাঙচুর করার অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। ফলে সবমিলিয়ে আগামী রবিবার ১২ মে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার নির্বাচনে খণ্ডঘোষে অশান্তির আশংকা করছেন শাসকবিরোধীরা।
Tags Bishnupur Bishnupur Lok Sabha Election Lok Sabha Election
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …