ভাতার (পূর্ব বর্ধমান) :- স্কুলের ভর্তি ফি বাড়ানোয় বিপাকে পরছেন অভিভাবকরা। প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। স্কুলের গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান তাঁরা। স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের বাইরে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস শিক্ষানিকেতন স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রায় ঘন্টা দু’য়েক পর স্কুলে প্রবেশ করেন শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, ভাতার ব্লকের বনপাস শিক্ষা নিকেতনে ভর্তি ফি-সহ নানান পরিষেবা বাবদ মোট ৮৫০ টাকা ধার্য করা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানায় ২৪০ টাকা সরকারি ফি, ১৬০ টাকা অনুদান এবং ৪৫০ টাকা কম্পিউটার শিক্ষার ফি ধার্য করা হয়। আর এই বর্ধিত ফি নিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। অভিভাবকদের দাবি, সরকারি অন্যান্য স্কুলে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি তুলনামূলক ৫০ শতাংশ কম। সেখানে বনপাস শিক্ষা নিকেতনে এত টাকা ভর্তি ফি কেন? ভাতারের বনপাস অঞ্চল মূলত গ্রামীণ এলাকা। অধিকাংশ মানুষই শ্রমজীবী। তাই তাঁদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার স্কুলের গেটের সামনে জড়ো হন অভিবাবকরা। বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় ঘন্টা দু’য়েক স্কুলের বাইরে আটকে রাখা হয় শিক্ষক শিক্ষিকাদের। পরে ভাতার থানার পুলিশের মধ্যস্থতায় আলোচনায় বসেন শিক্ষক ও অভিভাবকরা। দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে ২৪০ টাকা সরকারি ফি এবং ১১০ টাকা অনুদান নিয়ে মোট সাড়ে ৩৫০ টাকা দিতে রাজি হন অভিভাবকরা। ঘটনা জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
Tags admission admission fee School admission fee
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …