বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হরিণ শাবকের পর এবার ময়ুরের বাচ্চা। শীতের মরশুম আসতে না আসতেইনয়া দুই অতিথিকে নিয়ে বেজায় মজেছেন বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যের কর্মীরা। নতুন হরিণ শাবকের জন্ম হয়েছে গত ১৫ আগষ্ট। ফলে সবমিলিয়ে হরিণের সংখ্যা দাঁড়িয়েছেন এই রমনাবাগান অভয়ারণ্যে ২২টিতে। আর মঙ্গলবার সকালে ডিম ফুটে বেড়িয়ে এল নতুন ময়ুরের বাচ্চা। আগে থেকেই ৩টি ময়ুরী এবং একটি ময়ূর ছিল এই রমণাবাগানে। সদ্য শেষ হওয়া বর্ষা মরশুমে পেখম তুলে ধেই ধেই করে নেচেও বেড়িয়েছিল তারা। এবার পর্যটকদের জন্য নতুন আকর্ষণ বাড়ালো নয়া এই দুই অতিথি। মঙ্গলবার সকালে ফরেস্টের কর্মীরা প্রথমে বিষয়টি দেখতে পান। খবর দেওয়া হয় রেঞ্জ অফিসার তরুনকান্তি সেনকে। তাঁরই তত্ত্বাবধানে পশু চিকিৎসক পৌঁছে মা ময়ূরী এবং বাচ্চাটিকে পর্যবেক্ষণ করেন।চিকিৎসক জানিয়েছেন, অনেক সময় ডিম ফুটে বাচ্চা হওয়ার পর মা ময়ূরী বাচ্চাকে গ্রহন করে না। কিন্তু এক্ষেত্রে এটাই সুখবর যে মা ময়ূরী তার বাচ্চাকে আগলে নিয়েই ঘুরছে। মা এবং সদ্য ফোটা বাচ্চা দুজনেই সুস্থ আছে। রেঞ্জ অফিসার তরুন কান্তি সেন জানিয়েছেন, এই প্রথম বর্ধমান রমনাবাগান জুলজিকাল পার্কে ময়ূরীর বাচ্চা হল। গত সপ্তাহে একটি হরিণেরও বাচ্ছা হয়েছে। এটা খুশির খবর। তিনি জানান, গত ২০–২৫ দিন ধরে ৮ থেকে ৯ দিন ডিমে তা দিয়েছিল ময়ূরীটি। তখন থেকেই ময়ূরীটির ওপর নজর রাখা হচ্ছিল। সোমবার তারই মধ্যে একটি ডিম ফুটে বাচ্চা বের হয়। তরুনবাবু জানিয়েছেন, বাকি ডিম গুলো থেকেও বাচ্ছা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সদ্য জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে মা ময়ূরী এতটাই মশগুল যে বাকি ডিমগুলোতে তা দেওয়া বন্ধ করে দিয়েছে।
Check Also
বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। …