Breaking News

ছাপ্পার অভিযোগ ঘিরে জামালপুরে আধা সামরিকবাহিনী জনতা সংঘর্ষ, কাঁদানে গ্যাস

People clash with central force in Jamalpur

জামালপুর (পূর্ব বর্ধমান) :- ভোট মিটে যাবার পর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জামালপুরের তেলেনুড়ি গ্রামের ৭৭ ও ৭৮ নং বুথের মধ্যে দরজা জানালা বন্ধ করে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক ছাপ্পা দেবার অভিযোগকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। বিজেপির অভিযোগএদিন ভোট মিটে যাবার পর স্থানীয় দুই তৃণমূল নেতা বুথের মধ্যে ঢুকে পড়ে বুথের আলো নিভিয়ে দিয়ে ব্যাপক হারে ছাপ্পা দিতে শুরু করে। বিষয়টি জানতে পেরে তাঁরা প্রতিবাদ করলে তৃণমূল সমর্থকরা তাঁদের ওপর হামলা চালায়। এই সময় কর্তব্যরত আধা সামরিক বাহিনীর জওয়ানরা দুপক্ষকে নিরস্ত করে ব্যাপক হারে লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের হাত থেকে রক্ষা পায়নি মহিলারাও। এরপরই শুরু হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। আধা সামরিক বাহিনীকে লক্ষ্য করে গ্রামবাসীরা ইঁট পাটকেল ছুঁড়তে শুরু করলে পাল্টা আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করেন। শুরু হয় ব্যাপক উত্তেজনা। এই ঘটনায় কয়েকজনকে আধা সামরিক বাহিনী এবং জামালপুর থানার পুলিশ আটক করেছে। রাত পর্যন্ত পাওয়া খবরে জানা গেছেগোটা এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে এই ঘটনায়।  যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাপ্পার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *