বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২৩ বছর ধরে অনুষ্ঠিত হয়ে চলা বর্ধমান পৌর উৎসবের সূচনালগ্নেই তাল কাটল। শনিবার বর্ধমান শহরের শাঁখারীপুকুরের উৎসব ময়দানে শুরু হ’ল বর্ধমান পৌর উৎসব ২০২২। উৎসব উদ্বোধন করার কথা ছিল প্রখ্যাত লেখক তথা পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি এবং কবি সুবোধ সরকারের। এমনকি উৎসব মঞ্চে থাকার কথা ছিল জেলাশাসক, জেলা পুলিশসুপার, মহকুমা শাসক প্রমুখদেরও। কিন্তু সুবোধ সরকার ছাড়া এদিন এঁরা কেউই উদ্বোধন অনুষ্ঠানে না আসায় চর্চা শুরু হয়েছে। এদিন উৎসবের উদ্বোধন করেন কবি সুবোধ সরকার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, বিডিএ-র চেয়ারম্যান কাকলী তা গুপ্তা, পুরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, উপ-পৌরপতি মৌসুমি দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ পুরসভার কাউন্সিলাররা। এদিন দুপুরে বর্ধমানের রাজবাটি থেকে প্রতিবারের মতই বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। উৎসব ময়দানে বসেছে বিভিন্ন বিকিকিনির স্টলও। কিন্তু উৎসব উদ্বোধনে প্রশাসনের কর্তারা না আসায় এমনকি নৃসিংহপ্রসাদ ভাদুড়ির অনুপস্থিতি নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়েছে। যদিও এব্যাপারে বর্ধমান পৌর উৎসব উদ্যাপন কমিটির সভাপতি তথা পৌরপতি পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি কেন আসেননি তা জানেন না। অন্যদিকে, প্রশাসনের কর্তারা না আসার পিছনে কারণ হিসাবে পরেশবাবু জানিয়েছেন, ডিজি আসায় পুলিশ সুপার আসতে পারেননি। জেলাশাসক-সহ প্রশাসনের কর্তারা কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। তাঁরা পরে আসবেন। উল্লেখ্য, এর আগেও কাজের ব্যস্ততায় প্রশাসনের কর্তারা বিশেষত জেলাশাসকরা না আসতে পারায় তাঁর প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলাশাসক কিংবা মহকুমা শাসকদের পাঠিয়েছেন সেই নজিরও রয়েছে। উল্লেখ, ২৫ ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে চলবে এবারের বর্ধমান পৌর উৎসব। উৎসব ময়দানে রয়েছে প্রায় ১৫০ টি স্টল। এবারে উৎসবের শ্লোগান প্রখ্যাত সঙ্গীতগুরু পণ্ডিত ধ্রুবতারা যোশীকে স্মরণ করে “মায়ের কথা, মাটির গান, ললিতকলার বর্ধমান”।
Tags Bardhaman Poura Utsav Burdwan Poura Utsav Poura Utsav
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …