আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- কুখ্যাত এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিস। ধৃতের নাম সাইফুল খান। মঙ্গলকোট থানার ঝিলেরা গ্রামে তার আদিবাড়ি। বর্তমানে সে মঙ্গলকোট থানারই কোটালঘোষ এলাকায় থাকে। ধৃতের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে পূর্ব বর্ধমান ও বীরভূমে সরবরাহ করে বলে জেনেছে পুলিস। ধৃতের বিরুদ্ধে কেবলমাত্র মঙ্গলকোট থানাতেই মারধর, তোলাবাজি, খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা প্রভৃতির ৬টি মামলা রয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন থানায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন সহ নানা ধারার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিস। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার সম্ভাবনার কথা বলে এবং অস্ত্র কেনাবেচায় বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতকে ১০ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার নিতু সিং। ধৃতের ৭ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
পুলিস জানিয়েছে, এক অস্ত্র কারবারি বিহার থেকে অস্ত্র এনে তা ভেদিয়া-আউশগ্রাম রোডে বাবুরবাঁধ এলাকায় হাত বদলের জন্য আসছে বলে মঙ্গলবার রাতে খবর পায় পুলিস। সেইমতো আউশগ্রাম থানার আইসি মহম্মদ আব্দুর রব খানের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী বাবুরবাঁধ এলাকায় জমির পাশে অস্ত্র কারবারির অপেক্ষায় লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর একটি নম্বর প্লেটহীন বাইকে চেপে এক ব্যক্তিকে ভেদিয়ার দিক থেকে আসতে দেখা যায়। তার গতিবিধি পুলিসের সন্দেহ হয়। বাইকটি কাছে আসতেই ধান জমি থেকে উঠে এসে বাইকটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিস। বাইকের হ্যান্ডেলে ঝোলা লাল ব্যাগে তল্লাশি চালায় পুলিস। ব্যাগ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র মেলে বলে পুলিসের দাবি। আগ্নেয়াস্ত্রের বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় আইসির অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিস সাইফুলকে গ্রেপ্তার করে। অস্ত্র এনে তা অন্যজনকে দেওয়ার পরিকল্পনার কথা জেরায় ধৃত কবুল করেছে বলে জানিয়েছে পুলিস। কাকে সে অস্ত্র দিতে আসছিল তার নামও পুলিসকে জানিয়েছে সাইফুল।
Tags Firearms
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …