বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জেলা কংগ্রেস অফিসের সামনে পুলিশ মোতায়েন দেখে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা ভেস্তে দিলেন সাংগঠনি সভা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। জানা গেছে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর জেলা কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আভাষ ভট্টাচার্য। পদত্যাগপত্র তিনি প্রদেশ কংগ্রেসে পাঠিয়েও দেন। কিন্তু আজও তা অনুমোদন হয়নি। অন্যদিকে, আভাষবাবুও জেলা কংগ্রেসের সভাপতির পদ সামলাচ্ছেন না। এমতবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বর্ধমানে আসেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তুলসী মুখার্জ্জী। কিন্তু প্রদেশ কংগ্রেস অফিসের সামনে পুলিশ মোতায়েনকে ঘিরে কংগ্রেস কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। কেন পুলিশ মোতায়েন করা হয়েছে – তানিয়ে সোচ্চার হন কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলী জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তুলসী মুখার্জীকে মঙ্গলবার রাতে কে বা কারা ফোন করে হুমকি দেয় – তিনি বর্ধমানে আসলে তাঁকে মারধর করা হবে। তাঁর পা ভেঙে দেওয়া হবে। তাঁর গাড়ি ভাঙচুর করা হবে। এই ঘটনায় প্রদেশ কংগ্রেস থেকে গোটা বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হয়। অনভিপ্রেত ঘটনা এড়াতে তাই আগাম প্রদেশ কংগ্রেস অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়। যদিও পুলিশ কংগ্রেস অফিসে ঢোকেনি, তাঁরা রাস্তায় দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন কাশীনাথবাবু। এদিকে, কংগ্রেস অফিসের সামনে এই পুলিশী মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস কর্মীরা। কার্যত কংগ্রেস কর্মীদের ক্ষোভের জেরেই এদিন সাংগঠনিক সভা ভণ্ডুল হয়ে যায়। কাশীনাথবাবু জানিয়েছে্ন, এদিনের সভা করা না গেলেও খুব শীঘ্রই তাঁরা এই সভা করবে্ন। আভাষবাবু জানিয়েছেন, তিনি পদত্যাগ করায় অন্যান্য শাখা সংগঠনগুলিকেও সাংগঠনিকভাবে সাজানো দরকার ছিল। তাই এদিন সেই বিষয় নিয়েই মিটিং ডাকা হয়েছিল।
Tags District Congress Purba Bardhaman District Congress
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …