Breaking News

কলকাতা হাইকোর্টের আইনজীবীর দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ধৃত ১

Police have arrested 1 person in connection with the recovery of the body of Calcutta High Court lawyer.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানে কলকাতা হাইকোর্টের আইনজীবীর দেহ উদ্ধার হওয়ার ঘটনায় তাঁকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম পার্থ সরকার ওরফে ফজু। বর্ধমান শহরের কানাইনাটশাল এলাকায় তার বাড়ি। মঙ্গলবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ঘটনার বিষয়ে জানতে ধৃতকে ১৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। Police have arrested 1 person in connection with the recovery of the body of Calcutta High Court lawyer.
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২১ জানুয়ারি দুপুরে বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বর্ধমান শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা স্বস্তিক সমাদ্দার (৩০)। পরিবারের লোকজন তাঁকে রাতে ফোন করেন। রিং হওয়ার পর ফোন কেটে দেওয়া হয়। পরে, ফোনটি বন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও পরিবারের লোকজন তাঁর হদিশ না পেয়ে ২৩ জানুয়ারি ডায়েরি করেন। গত সোমবার দুপুরে বর্ধমান থানার আলিশা পূর্বাশা সিটিসেন্টার এলাকায় একটি ঝোপের মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের মুখ বিকৃত ছিল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিস। মৃতের বাবা সোমবার রাতে ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে বর্ধমান থানা। তদন্তে পুলিস জানতে পারে, ঘটনার দিন শহরের বিভিন্ন জায়গায় পার্থর সঙ্গে স্বস্তিককে ঘুরতে দেখা যায়। মৃতের পকেট থেকে মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড সহ বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছে পুলিস। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *