Breaking News

বর্ধমান হাসপাতালে কর্মবিরতি চলাকালীন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩

Injured Junior doctor - Junior doctors of Burdwan Medical College & Hospital during a demonstration protesting against the attack on junior doctors at NRS Hospital. Junior doctors are not working. Patient admission has been stopped

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এনআরএস কাণ্ডের জেরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি চলাকালীন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম তপন মোল্লা, শেখ রাজ ও শেখ রিপন। বর্ধমান থানার নেড়োদিঘির দক্ষিণপাড়ায় রিপনের বাড়ি। বাকিদের বাড়ি বর্ধমান থানারই কেষ্টপুরের উত্তরপাড়ায়। রবিবার রাতে বর্ধমান হাসপাতাল এলাকা থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। Junior doctors of Burdwan Medical College & Hospital during a demonstration protesting against the attack on junior doctors at NRS Hospital. Junior doctors are not working. Patient admission has been stopped
পুলিস ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১১ জুন রাতে হাসপাতালে ব্যাপক গণ্ডগোল বাধে। শহরের বাথানপাড়ার এক রোগীকে হাসপাতালে নিয়ে আসেন পরিজনরা। কিন্তু, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রোগীকে ভরতি নেওয়া হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর সঙ্গে আসা ৬০-৭০ জন লোক। জুনিয়র ডাক্তারদের সঙ্গে এনিয়ে রোগীর সঙ্গে আসা লোকজনের বচসা বাধে। পরে মারপিট হয়। জুনিয়র ডাক্তারদের অভিযোগ রোগীর সঙ্গে আসা লোকজন ডাক্তার, ইন্টার্নদের মারধর করে। পরেরদিনও কয়েকজন চিকিৎসককে রোগীর পরিজনরা মারধর করে। ঘটনার কথা লিখিতভাবে জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা হাসপাতালের সুপারকে জানান। সুপার অভিযোগটি থানায় পাঠিয়ে দেন। তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিস।

Junior doctors of Burdwan Medical College & Hospital during a demonstration protesting against the attack on junior doctors at NRS Hospital. Junior doctors are not working. Patient admission has been stopped

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *