Breaking News

শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীর ছেলেকে অপহরণের মামলায় বাড়ির গাড়িচালকে গ্রেপ্তার দেখাল পুলিশ

Driver and his accomplice arrested for kidnapping sweet businessman's son. Driver Sheikh Jamir Hossain @ Raj. Driver arrested in drug case

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শক্তিগড় থানার আমড়ার ল্যাংচা ব্যবসায়ী বলিরাম ওঝার ৫ বছরের ছেলে অনীশ কুমারকে অপহরণের মামলায় বাড়ির গাড়িচালক শেখ জামির হোসেন ওরফে রাজকে গ্রেপ্তার দেখানো হল। ঘটনার দিনই তাকে মাদক দ্রব্য কোডাইন সহ গ্রেপ্তার করা হয় বলে দাবি করে পুলিস। অপহরণের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার শ্রীধর সেন। মঙ্গলবার সেই আবেদনের শুনানি হয়। গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম মণিকা চট্টোপাধ্যায় (সাহা)। জামিরকে শনাক্তকরণের জন্য এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। বুধবার বর্ধমান সংশোধনাগারে ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমনাথ দাসের উপস্থিতিতে জামিরের টিআই প্যারেড হবে। এদিকে ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। শক্তিগড়ের সিনেমাতলায় তার বাড়ি। সে-ই তার মোবাইল থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ল্যাংচা ব্যবসায়ীকে ফোন করে বলে জেনেছে পুলিস। নথিপত্র পেশ করে ধৃতের আইনজীবী জানান, সে নাবালক। তাই, তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হোক। তদন্তকারী অফিসারের রিপোর্ট মেলার পর তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশের নির্দেশ দেন সিজেএম।এদিন ধৃত কিশোরের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড রিপোর্ট তলব করেন জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক কোয়েল প্রধান। ৫ নভেম্বরের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশ করার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিচারক।Police have arrested a driver in the case of kidnapping the son of a businessman in Shaktigarh
প্রসঙ্গত গত ১৩ অক্টোবর ল্যাংচার দোকান লাগোয়া বাড়ির সামনে থেকে অনীশকে অপহরণ করা হয়। হাত-পা বেঁধে ও গলায় প্লাস্টিকের স্ট্রিপ বেঁধে তাকে গাড়ির ডিকিতে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। বিকালে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অপহৃতের বাবার মোবাইলে ফোন আসে। কিছুক্ষণ পর শক্তিগড় থানারই কাঁদরসোনার ঝোপঝাড় থেকে অনীশকে উদ্ধার করেন স্থানীয় এক বাসিন্দার। অপহৃতের বাবার অভিযোগের ভিত্তিতে কেস রুজু করে পুলিস অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয় জামিরকে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *