Breaking News

অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি দিয়ে টাকার দাবিতে নাবালিকা আত্মহত্যা, গ্রেপ্তার অভিযুক্ত যুবকের বাবা

Police have arrested the father of a youth accused of demanding money by threatening to make obscene images viral and committing suicide of a minor girl

জামালপুর (পূর্ব বর্ধমান) :- জামালপুরে শুক্রবার নাবালিকা আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত যুবকের বাবাকে গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, ৫ লক্ষ টাকার দাবি, না দিলে নাবালিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি। পারিবারিক সম্মানের কথা ভেবেই আত্মঘাতী হয় ওই নাবালিকা। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ তদন্তে নেমে শুক্রবার অভিযুক্ত যুবকের বাবাকে গ্রেপ্তার করেছে। এদিকে, অভিযুক্ত যুবকের খোঁজে ভিন রাজ্যে পৌঁছেছে পুলিশের একটি দল। মৃতের পরিবারের দাবি, তারা মেয়েকে হারিয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের দাবির পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছেন তাঁরা। শুক্রবার বাড়ি থেকে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায়। নাবালিকার পরিবার অভিযোগ করে, ওই যুবক বেশ কয়েকদিন ধরেই তাদের নাবালিকা মেয়েকে হুমকি দিচ্ছিলো। টাকার দাবি করছিলো, এমনকি টাকা না দিলে নাবালিকার ছবি এডিট করে অশ্লীল ছবি তৈরি করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকিও দেয় ওই যুবক। এরপরই পরিবারের সম্মানের কথা ভেবে মানসিক অবসাদ থেকে ওই নাবালিকা আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। জামালপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে, বৃহস্পতিবার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে ওই যুবক নাবালিকার সাথে তার ছবি এডিট করে একটি অশ্লীল ছবি পাঠায় এবং হুমকি দেয় ৫ লক্ষ টাকা না দিলে অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। এরপরই নাবালিকা মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হয় বলে দাবি পরিবারের। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নাবালিকার বাবা জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ জামালপুর থানা এলাকা থেকে শুক্রবার রাতেই অভিযুক্ত যুবকের বাবাকে গ্রেফতার করে। ৫ লক্ষ টাকা চাওয়া ও সমাজ মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেবার হুমকির কথা যুবকের বাবাকে জানাতে গেলে যুবকের বাবা নাবালিকার বাবাকে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ।

About admin

Check Also

MLA's mother-in-law and panchayat pradhan's names are on the list of people getting houses under the Bangla Awas Yojana

বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *