বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের কার্জন গেট সংলগ্ন হকার্স মার্কেটে এক কিশোরকে গণপিটুনির ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম দেবাশিস চক্রবর্তী ও আশিস চক্রবর্তী। শহরের ভাতছালা কলোনি এলাকায় তাদের বাড়ি। বৃহস্পতিবার রাতে ভাতছালা কলোনি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে বর্ধমান থানার অফিসার তাপস কুমার হাজরা অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, জখম ওই কিশোরের বাড়ি বর্ধমান স্টেশন এলাকায়। সে প্লাস্টিকের জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে। বুধবার দুপুরে হকার্স মার্কেটে ইলেকট্রিকের দোকানের সামনে পড়ে থাকা প্লাস্টিকের জিনিসপত্র কুড়াচ্ছিল সে। চোর সন্দেহে ইলেকট্রিকের দোকানের মালিক দেবাশিস ও আশিস কিশোরকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পাইপ দিয়ে পেটায় বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম হয় কিশোর। তার কয়েক জায়গায় কেটে যায়। তার চলার ক্ষমতা ছিল না। রাস্তায় বসে কান্নাকাটি করতে থাকে সে। কয়েকজন বিষয়টি দেখতে পান। খবর পেয়ে পুলিস জখম কিশোরকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
Tags mass beaten
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …