রায়না (পূর্ব বর্ধমান) :- পিকআপ ভ্যানে মজুত করে অবৈধভাবে ডিজেল বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতদের নাম সইফুদ্দিন মণ্ডল ওরফে সাহেব ও শেখ হিরু। রায়না থানার বাঁধগাছায় সইফুদ্দিনের বাড়ি। রায়না থানারই বেলসর গ্রামে হিরুর বাড়ি। সইফুদ্দিন পিকআপ ভ্যানের চালক। পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে থাকা দু’টি ১০০ লিটারের প্লাস্টিকের তৈরি অয়েল ট্যাঙ্কার, ৯টি লোহার কন্টেনার, একটি মিটার ফিট করা পাম্প ও নজেল বাজেয়াপ্ত করা হয়েছে। প্লাস্টিকের কন্টেনার দু’টিতে ৩০০ লিটার ডিজেল ছিল। ঘটনার বিষয়ে স্বপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। পুলিস জানিয়েছে, সোমবার রাতে রায়না থানার সুকুর বাজারে সুকুর-শ্যামসুন্দর রাস্তার পাশে পিকআপ ভ্যানটি দাঁড়িয়েছিল। প্লাস্টিকের জার থেকে পাম্পের সাহায্যে এক ব্যক্তিকে ডিজেল দেওয়া হচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে পুলিস সেখানে পৌঁছায়। পুলিসকে আগেভাগে দেখতে পেয়ে ডিজেলের ক্রেতা সেখান থেকে দৌড়ে পালায়। পুলিস পিকআপ ভ্যানের চালক ও ডিজেল বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ডিজেলের বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।
Tags diesel illegally selling diesel
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …